০১. Insights and Wonders কী?
Insights and Wonders হলো জ্ঞান পিপাষুদের জন্য একটি উন্মোক্ত শিক্ষামূলক
ওয়েবসাইট। যেটিতে, বিভিন্ন ধরণের সাধারণ জ্ঞান, চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান,
গণিত সমাধান, ব্যকারণ, ইতিহাস ও সাম্প্রতিক বিষয়গুলোর মতো বিষয়ে আর্টিকেল বা
সমাধাণ দিয়ে থাকে।
০২. কপিরাইট নীতি
-
Insights and Wonders এর ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্ত্বাধিকারী
কেবল মাত্র Insights and Wonders-ই। যে কোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন
পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণই
নিষিদ্ধ। তবে পোস্ট বা পেইজের কোন কন্টেন্টের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ
করা যাবে সেক্ষেত্রে Insights and Wonders ওয়েবসাইটের DoFollow লিংকযুক্ত করে
ক্রেডিট উল্লেখ করতে হবে।
-
Insights and Wonders-এ প্রকাশিত ব্লগপোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন
বাংলা/ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়, সে ক্ষেত্রে কোন কোন
পোস্ট কখনো কাকতালীয়ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে (অনুবাদ)। মূল
কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও/ভাষাতে প্রকাশিত হোক এটা যদি
না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট
অ্যাডমিনকে অবহিত
করুন।
-
তাছাড়াও যদি কোন ব্লগ রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু
কপি করে Insights and Wonders-এ প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ
না করে এবং আপনি যদি চান উক্ত আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ
তাহলেও ওয়েবসাইট
অ্যাডমিনকে অবহিত
করুন।
০৩. গোপনীয়তা নীতি
-
Insights and Wonders ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোন তথ্য যেমন নাম,
ইমেইল, মোবাইল ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয়
কিন্তু তার ১০০% সুরক্ষার নিশ্চয়তা Insights and Wonders দেয় না।
-
আমরা বিজ্ঞাপন সরবরাহ করতে এবং আমাদের ওয়েবসাইট ট্র্যাফিক বিশ্লেষণ করতে কুকি
ব্যবহার করি। আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা
বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির (যেমন গুগল অ্যাডসেন্স, গুগল অ্যানালিটিক্সের, Ezoic এবং অ্যাডস্টাররা)
সাথে আপনার সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানো ইনফরমেশন
শেয়ার করে থাকি।
০৪. কমেন্ট পলিসি
-
Insights and Wonders-এর যে কোনো প্ল্যাটফর্মে কোনো পোস্ট ভিডিও বা পেইজে
মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই
পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য
করতে পারবেন।
-
যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা ভিডিও বা পেইজ
সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে
মন্তব্য করতে পারবেন।
- উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না।
-
কমেন্টে সকল ধরণের অশালীন, বিজ্ঞাপনমূলক, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ/বাক্যের
ব্যবহার নিষিদ্ধ।
-
আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে
যোগাযোগ পেইজ
ব্যবহার করুন।
০৫.আমাদের নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে
আপনি Insights and Wonders প্ল্যাটফর্মের (ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল,
অফিস ইত্যাদি) যে কোনো অংশ ভিজিট করার মাধ্যমে এই প্ল্যাটফর্মের সকল শর্ত,
গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ করছেন। আপনি যদি আমাদের কোন
শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ না করেন তাহলে Insights
and Wonders-এর সকল সার্ভিস/ সেবা গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন। তাই আপনি
অসন্তুষ্ট বা আমাদের কোনো শর্ত, গোপনীয়তা নীতি ও নীতিমালার বিষয়ে আপনার বা অন্য
কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে
যোগাযোগ পেইজ
ব্যবহার করুন।
ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url