banner

আজকের রডের দাম ও রড এর বিস্তারিত আলোচনা

মানুষের প্রধান ৫টি মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান অন্যতম। আমাদের বসবাসের জন্য প্রযোজন ঘর-বাড়ি। আর এই স্বপ্নের বাড়ি নির্মাণ করতে প্রয়োজন হয় রড। বিল্ডিং তৈরি করার জন্য সিমেন্ট বালি এবং ইট এর পাশাপাশি অন্যতম এবং গুরুত্বপূর্ণ হলো রড। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশের সকল কোম্পানির রডের দাম সম্পর্কে বিস্বতারিত আর্টিকেল। এই আর্টিকেলটির মাধ্যমে আমরা জানতে পারবো বাংলাদেশে কোন কোম্পানির রড সেবচেয়ে বেশি ভালো, কোন রডের দাম কত, রড কত প্রকার ও কি কি, বাড়ি তৈরির জন্য দেশি রড ভালো নাকি বিদেশি রড ভালো ইত্যাদি। আপনি যদি বাড়ি নির্মাণের জন্য রড কিনতে চান তাহলে অবশ্যই বিস্তারিত ভাবে আজকের বিষয় গুলো ভালোমতো জেনে নিন।
Today Rod Price in Bangladesh

বাড়ি তৈরিতে কেমন রড ব্যবহার করা উচিৎ

ভবন তৈরিতে নিম্নমানের রড ব্যবহারে রয়েছে নানা ধরনের ঝুকি থাকে এর মধ্যে রয়েছে ভূমিকম্প, ভূমি ধ্বস, ভবন ভেঙ্গে পড়া সহ আরও অনেক রকম জটিলতা। আর তাই ভালো মানের ভবন বা বাড়ি তৈরিতে ব্যবহার করতে হবে উন্নতমানের টেকসই রড কেননা ভালো রড ব্যবহারের বিকল্প আর কিছু নেই।
বাজারে এখন ৩ মিলিমিটার থেকে শুরু করে ৪, ৫, ৮, ১০, ১২, ১৬, ২০ ও ২৫ মিলিমিটার পর্যন্ত বিভিন্ন ধরনের রড পাওয়া যায়। তবে ভবন তৈরিতে সাধারণত তিন ধরনের রডের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়।স্ল্যাব, পাইলিং, বিম কিংবা কলাম তৈরিতে বিভিন্ন ধরনের রড ব্যবহার করা হয়। তবে কংক্রিটের সাথে যে রড শক্ত বন্ধন তৈরি করতে পারে, সেই রড সবচেয়ে ভালো বলে বিবেচিত। বাজারে ৪০ থেকে শুরু করে ৭২.৫ গ্রেড পর্যন্ত রড পাওয়া যায়। ৪০ গ্রেডের রড এখন খুব একটা ব্যবহার করতে দেখা যায় না।অন্যদিকে ৬০ গ্রেডের রড এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর ৭২.৫ গ্রেডের রড হলো এক্সিট্রিম গ্রেড এটি মূলত বহুতল বভন নির্মাণে ব্যবহার হতে দেখা যায়।

ভালো রড চেনার উপায়

ভালো রড কিনতে এবং চিনতে হলে নিচের বিষয় গুলো খেয়াল রাখতে হবে-
  • আপনি যে রড কিনবেন সেটির BSTI (Bangladesh Standards and Testing Institution) সার্টিফাইড কিনা সেটি ভালো মতো দেখে নিন।
  • খেয়াল করুন প্রতিটি রডের সাথে ট্রেডমার্ক আছে কিনা।
  • ভালো রড ৯০ ডিগ্রি থেকে ১৩৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে এবং পুনরায় সোজা করা যাবে।
  • যদি সোজা করতে গেলে রডের কোনো ক্ষত থাকবে না।
  • সমান রডের চেয়ে খাঁজ কাটা রড কংক্রিটের সাথে ভালো বন্ধন তৈরি করতে পারে, তাই সেই খাঁজ কাটা রড ব্যবহার করা উচিত।

রড সংরক্ষণ ও রডের পরিচর্যা

রড যেহেতু লোহা দ্বারা তৈরি তাই খুব যত্ন সহকারে সংরক্ষণ করাতে হবে। রড সংরক্ষণের কতিপয় কিছু দিক নিচে আলোচনা করা হলো:
  • রড এমন জায়গায় সংরক্ষণ করতে হবে যেখানে কোনো পানি জমে থাকার আশঙ্কা নেই।
  • রড রাখার স্থান সবসময় শুকনো থাকতে হবে।
  • রডে যেন মরিচা না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • রড এক মাসের বেশি সময় ধরে খোলা যায়গায় ফেলে রাখা যাবে না।
  • এক মাসের বেশি বাইরে বা খোলা জায়গায় রাখতে হলে অবশ্যই সিমেন্ট পানি ধুয়ে নিতে হবে।
  • রডে যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পুর্বে পরিষ্কার করে নিতে হবে।

ভালো রড ও সাধারণ রডের মধ্যে পার্থক্য

বাজারের যেসকল রড গুলো ভালো সেগুলোর কিছু বৈশিষ্ট থাকে, যা সাধারণ রডে থাকে না, সেকল বৈশিষ্টগুলো নিচে আলোচনা করা হল-
ভালো রডসাধারণ রড
টেকসই এবং মজবুত। ভঙ্গুর এবং অসহনশীল।
রডে ইল্ড স্ট্রেংথ (Yield Strength) বৈশিষ্ট থাকে। সাধারণ রডে ইল্ড স্ট্রেংথ (Yield Strength) বৈশিষ্ট থাকে না।
রডে ইল্ড স্ট্রেংথ (Yield Strength) বৈশিষ্ট হল রডের চাপ সহ্য করার ক্ষমতা ।যে রডে ইল্ড স্ট্রেংথ (Yield Strength) যত বেশি সে রড বাড়ি নির্মাণের জন্য তত ভালো। বর্তমানে বাজারে সবচেয়ে ভালো রডে ৫০০ M.P.A (৭২,০০০ পি.এস.আই ) ইল্ড স্ট্রেংথ থাকে ।
ভালো রডে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট থাকে। সাধারণ রডে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট থাকে না।
ভালো রড ভূ-কম্পন বা ভূমিকম্প সহনশীল হয়। সাধারণ রড ভূ-কম্পন বা ভূমিকম্প সহনশীল হয় না।
বাজারের ভালো রড গুলো ঝালাই উপযোগি হয়। সাধারণ রড ঝালাই করার উপযুক্ত নয়।
সাধারণ রড ঝালাই করার উপযুক্ত নয়। সাধারন রডে ঝালই করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এদের মধ্যে একটা হচ্চে এমব্রিটল টেন্ডেন্সি বা রড ভঙ্গু্র হয়ে যাবার প্রবনতা । সাধারণ রড ঝালাইয়ের পর ঠান্ডা হবার সময় বেকে যেতে পারে । এতে নির্মান কাজের অসুবিধা হয় । রড কিনার সময় অবশ্যই এমন রড বেছে নিবেন যেটাতে এই সমস্যা গুলো নেই । এমন রড বেচে নিন যেটাতে কার্বন কনটেন্ট কম আছে, এ ধরনের রড সাইজে বাট ওয়েল্ড বা ল্যাপ ওয়েল্ড করা যায় , যাতে আপনার নির্মানে সময় বাচবে ।
ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ ভালা থাকে অল্পতেই ক্ষয় হয়ে যাওয়ার প্রবনতা থাকে।
ভালো রড থার্মো-মেকানিক্যাল ট্রিটমেন্ট প্রসেস এ তৈরি করা হয় ।এ কারনে রডে ক্ষতিকারক টরসোনাল রেসিডিঊয়াল স্ট্রেস (Torsional Residual Stress) থাকে না । এ ধরনের রডে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে ।
ভালো রড ডাক্টিলিটি সমৃদ্ধ। সাধারণ রডে ডাক্টিলিটি অনপুস্থিত থাকে।
আপনার বাড়ি নির্মানে যে কংক্ক্রিট ব্যবহার হবে সেটাকে দীর্ঘদিন যাবত মজবুত রাখার জন্য আপনার ডাক্টাইল রড প্রয়োজন হবে, ভালো এবং ডাক্টাইল রড কংক্ক্রিট-এ ফাটল ধরতে দেয় না ।আধুনিক “কোয়েনচিং আ্যান্ড ট্যাম্পারিং প্রসেস” অনুসরন করে তৈরি করা রডে ডাক্টিলিটি বেশি থাকে। রড কেনার সময় আপনি এটাও জেনে নিতে পারেন যে, রডের কার্বন কনটেন্ট কতখানি! কারন কম কার্বন কনটেন্ট এর রডে বেশি ডাক্টাইল হয়।

কোন সময় রডের দাম কাম থাকে

বর্তমান চড়া বাজারে কোনো কিছুর দামই হাতের নাগালে নেই রডের বেলায় তো এই দামের অবস্থা যেন আগুন ধরানো। সাধারণত সারা বছরই রডের চাহিদা থাকে তবে কিছু মৌসুমে এই দাম উঠানামা করে থাকে। আমাদের দেশে সাধারনত বর্ষাকালে রডের দাম চাহিদা বিবেচনায় তুলনামূলক একটু কম থাকে। আপনারা যদি কম দামে রড কিনতে চান সেক্ষেত্রে বর্ষাকালে কিনে রাখতে পারেন। তবে বর্ষাকালে বাতাসের আদ্রতা বেশি থাকার ফলে রডের গায়ে মরিচা পড়ার সুযোগ থাকে; এমতাবস্থায় আদ্রতা কম থাকে এমন স্থানে রড সংক্ষণ করতে হবে। যদি সম্ভব হয় তবে রড ভালো ভাবে ঢেকে রাখতে হবে। এমন কিছু দিয়ে ঢাকতে হবে যেন ভিতরে বাতাস যাওয়া আসার আশঙ্কা একেবারেই না থাকে।

কত গ্রেডের রড ভালো

সাধারণত ৬০ থেকে ৭০ গ্রেডের রড ভবন নির্মাণের জন্য বেশি ব্যবহার হয়ে থাকে; সেক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ি এবং আপনার প্রকৌশলির পরামর্শ্য অনুযায়ি রড কিনুন।

রড কেনার আগে যেসকল বিষয় লক্ষ্য রাখা জরুরী

ধারাবহিকতা: সাধারণত আমরা যখন আমাদের ভবনের জন্য রড ক্রয় করি তখন আর্থিক সংকট দেখা দিতে পারে। এবতাবস্থায় অনেকেই বিভিন্ন ধাপে ধাপে রড কিনে থাকেন। এসময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে, পূর্বের কেনা রড এবং পরবর্তীতে কেনা রড যেন একই গ্রেড, ওজন, ডাক্টিলিটি, ঝালাই ক্ষমতা, ইল্ড স্টেংথ, মসৃণতা ইত্যাতি সমান থাকে। সম্পূর্ণ সোজা রড: কনস্টাকশন সাইটে রড সোজা করা বেশ সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ। তাই কেনার সময় খেয়াল রাখতে হবে রড সোজা আছে কি না। সময় সাশ্রয়: আপনার বেচে নেওয়া রডে যদি ইল্ড স্টেংথ, ডাক্টিলিটি, আর ঝালাই ক্ষমতা বেশি থাকে, তাহলে নির্মানের সময় আপনার খরচ কমে আসবে, শ্রমিকদের সময় বাচবে,পরিশ্রম কম হবে।

AKS Rod Price BD Today

AKS Rod Price Today in Bangladesh
Rod NamePrice per KG in BDT Price Per Ton in BDT
AKS Steel / Rod৳81/-৳81,000/-

ANWAR ISPAT Rod Price BD Today

ANWAR ISPAT Rod Price Today in Bangladesh
Rod NamePrice per KG in BDT Price Per Ton in BDT
ANWAR ISPAT Steel / Rod৳79.50/-৳79,500/-

BSRM Rod Price BD Today

BSRM Rod Price Today in Bangladesh
Rod NamePrice per KG in BDT Price Per Ton in BDT
BSRM Steel / Rod৳80/-৳80,000/-

KSRM Rod Price BD Today

KSRM Rod Price Today in Bangladesh
Rod NamePrice per KG in BDT Price Per Ton in BDT
KSRM Steel / Rod৳80/-৳80,000/-

SCRM Rod Price BD Today

SCRM Rod Price Today in Bangladesh
Rod NamePrice per KG in BDT Price Per Ton in BDT
SCRM Steel / Rod৳79/-৳79,000/-

RRM Rod Price BD Today

RRM Rod Price Today in Bangladesh
Rod NamePrice per KG in BDT Price Per Ton in BDT
RRM Steel / Rod৳77/-৳77,000/-

RAHIMA ISPAT Rod Price BD Today

RAHIMA ISPAT Rod Price Today in Bangladesh
Rod NamePrice per KG in BDT Price Per Ton in BDT
RAHIMA Steel / Rod৳77/-৳77,000/-

None Grade Regular Rod Price BD Today

Non Graded Regular Rod Price Today in Bangladesh
Rod NamePrice per KG in BDT Price Per Ton in BDT
Non Grade Regular Steel / Rod৳68/-৳68,000/-

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner