banner

সরকারি অফিস সহায়ক এর কাজ, বেতন, ‍সুবিধা ও পেনশন

অফিস সহাক হলো ২০ তম গ্রেডের বিভিন্ন সরকারি, আধাসরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান/দপ্তর/অধিদপ্তর/মন্ত্রনালয়ের চাকরির পদ। সর্বশেষ বেতন স্কেল অনুযায়ী অফিস সহায়ক পদের জন্য বেতন ধার্য করা হয় ৮,২৫০-২০,০১০/- টাকা। বর্তমান প্রেক্ষাপটে অফিস সহায়ক অন্যান্য পদের মতোই একটি জনপ্রিয় পদ। আমাদের পরিবারে মা যেমন খাওয়া-দাওয়া, ঘর গোছানো, পরিবারের সদস্যদের যত্ন নেওয়া ইত্যাদি সকল কিছু করে থাকে; ঠিক তেমন-ই অফিসে একজন অফিস সহায়ক কে মায়ের ভূমিকায় প্রতিনিধিত্ব করতে হয়।
সরকারি অফিস সহায়ক এর কাজ, বেতন, ‍সুবিধা ও পেনশন
সরকারি অফিস সহায়ক এর কাজ, বেতন, ‍সুবিধা ও পেনশন

অফিস সহায়ক কি?

অফিস সহায়ক হলো সরকারি, আধাসরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান/দপ্তর/অধিদপ্তর/মন্ত্রনালয়ের একটি চাকরির পদ। যাদের কাজ হলো অফিসের সকল কিছু গুছিয়ে রাখা এবং অফিস ও অফিসের সকলের যত্ন নেওয়া।

অফিস সহায়ক পদের শিক্ষাগত যোগ্যতা

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ব্যকারত্বের হার বিবেচনায় সর্বশেষ নিয়ম অনুযায়ী অফিস সহায়ক পদের জন্য একজন পার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিস সহায়ক এর বেতন কত?

বাংলাদেশের সর্বশেষ জাতীয় বেতন কাঠামো বা জাতীয় বেতন স্কেল অনুযায়ী একজন অফিস সহায়ক এর বেতন হলো ৮,২৫০-২০,০১০/- টাকা।

অফিস সহায়ক এর কাজ কি?

অফিস সহায়ক এর কাজ সমূহ:
  • অফিসের আসবাবপত্র গুছিয়ে রাখা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
  • রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
  • অফিসের ফাইল এবং কাগজপত্র গুছিয়ে রাখা।
  • এবং নির্দেশক্রমে সেগুলো একস্থান হইতে অন্য স্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা।
  • হালকা আসবাবপত্র অফিসের মধ্যে একস্থান হতে অন্য স্থানে সরানো।
  • গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্স বন্দী করিয়া রাখা অথবা নির্দেশক্রমে এক অফিস হইতে অন্য অফিসে নেয়া।
  • কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় ( পানি [ঠান্ডা অথবা গরম], চা, কফি, কোমল পানীয় ইত্যাদি) পান করানো।
  • অফিসের সমস্ত মনিহারী ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়বদ্ধ (জবাবদিহিতা) থাকা।
  • বর্ণিত পদধারীকে অবশ্যই নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে অফিসে আসতে হবে।
  • স্ব স্ব শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করা।
  • দর্শণার্থী এবং পাবলিকের সাথে ভদ্রতা বজায় রেখে ব্যবহার করবেন।
  • কর্মকর্তার পক্ষে ব্যাংকে চেক জমা এবং টাকা উত্তোলন করবেন।
  • অফিস সময়ের অন্ততপক্ষে ১৫ মিনিট পূর্বে অফিসে আসতে হবে।
  • বিনা অনুমতিতে কোনো সময় অফিস ত্যাগ করা যাবে না।

অফিস সহায়ক এর সুগোগ ‍সুবিধা কি কি

একজন সরকারি অফিস সহায়ক এর বিভিন্ন সুযোগ ‍সুবিধা রয়েছে। আর্টিকেলের এই অংশে আমরা এর বিস্তারিত জেনে নেব। একজন অফিস সহায়ক এর বেতনের পাশাপাশি আরও বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা রয়েছে চলুন সেগুলো জেনে নেওয়া যাক:

  • বাড়ি ভাড়া বাবদ ভাতা দেওয়া হয় মূল বেতনের ৬৫ ভাগ।
  • শিক্ষা ভাতা বাবদ দেওয়া হয় ১০০০ টাকা।
  • যাতায়াত খরচ ৩০০ টাকা।
  • মাসিক টিফিন ভাতা ২০০ টাকা।
  • চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
  • অন্যান্য ও ধোলাই ভাতা দেওয়া হয় ১০০ টাকা।
  • অফিস সহায়ক এর পদোন্নতি

    বাংলাদেশ সচিবালয়ের নিয়োগ বিধিমালা ২০১৪ মোতাবেক যোগ্যতা থাকা সাপেক্ষে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে তৃতীয় শ্রেণীতে পদোন্নতি প্রদান করা হয়। আবার এই পদোন্নতির জন্য বিভিন্ন দপ্তরের অলাদা আলাদা নিয়োগ ও পদোন্নতি বিধিমালা রয়েছে। বাংলাদেশে সাধারণত শতকরা ২৫% অফিস সহকারী পদ ৪র্থ শ্রেণী থেকে বিভাগীয় পদোন্নতি পেয়ে থাকে। তবে এই পদোন্নতির জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন বা শর্ত পূরণের বিষয় রয়েছে। সেগুলো নিচে আলাচনা করা হলো:

  • দাপ্তরিক কাজে অতিসয় দক্ষ হতে হবে।
  • কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
  • টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে ২০, ২০ ওয়ার্ডের গতি থাকেত হবে।
  • শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
  • চাকরিতে অবশ্যই স্থায়ী হতে হবে।
  • পদোন্নতির এক বছর পর্যন্ত কর্মী শিক্ষানবিশ হিসেবে গণ্য হবে।
  • যদি একবছর পর কর্মীর যোগ্যতা বিবেচিত না হয় সে ক্ষেত্রে তাকে তার পূর্বের পদে বহাল করা হবে।
  • অফিস সহায়ক এর পেনশন কত টাকা

    একজন সরকারি অফিস সহায়ক এর পেনশন তার পদের উপর নির্ভরশীল করে থাকে। তবে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত তথ্য মতে জানা গিয়েছে যে একজন অফিস সহায়ক এর পেনশন প্রতিমাসে ৫,৬০০ (পাঁচ হাজার ছয়শত টাকা)

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url
    banner