ডিএসসিসি হিসাব সহকারী প্রশ্ন সমাধান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
হিসাব সহকারী
০৯/১২/২০২৩
বাংলা
১) সন্ধি বিচ্ছেদ করুন:ক
সংষ্কৃত = সম্+কৃতখ
স্বাধীন = স্ব+অধীনগ
ক্ষাুধার্ত = ক্ষুধা+ঋতঘ
সদ্যোজাত = সদ্যঃ+জাত২) অর্থসহ বাক্য রচনা করুন:
ক
উজানের কৈ (সহজলভ্য): পরীক্ষার ভালো ফল কি উজানের কৈ যে চেইলেই পাওয়া যায়! খ
হাতের পাঁচ (শেষ সম্বল): এ টাকা কটিই ছিল আমার হাতের পাঁচ। গ
উলুখাগড়া (গুরুত্বহীন লোক): আমরা ভাই উলুখাগড়া, আমাদের কথায় ওঁরা গুরুত্ব দিবে
না কেন? ৩) এক কথায় প্রকাশ করুন:
ক
যিনি বক্তৃতায় পটু = বাগ্মীখ
আয়ুর পক্ষে হিতকর = আয়ুষ্যগ
যে উপকারীর অপকার করে = কৃতঘ্ন৪) ‘পৃথিবী’ শব্দের ৪টি সমার্থক শব্দ লিখুন:
‘পৃথিবী’ শব্দের ৪টি সমার্থক শব্দ | |
---|---|
পৃথিবী | জগৎ |
দুনিয়া | |
বিশ্ব | |
ধরণী |
ইংরেজি
৫) Fill in the blanks:a
He went there at 7 o'clock_____evening.Ans: at
b
It has been raining____morning.Ans: since
c
What is the differnce ____ the two.Ans: between
d
He deals ___ rice.Ans: in
e
Do not run ____ debt.Ans: into
৬) Make the following words plural:
Given Word | Plural Word |
---|---|
Lady | Ladies |
Half | Halves |
Ox | Oxen |
Potato | Potatoes |
Deer | Deer |
৭) Change the sentences as directed:
a
Men eat rice. (Passive) Ans: Rice is eaten by men.
b
Sslam is present today. (Negative) Ans: Salam is no absent today.
c
Nobody believes a liar. (Interrogative) Ans: Who believes a liar?
d
The pen writes well.(Passive) Ans: The pen is written well.
গণিত
পিতা ও মাতার বর্তমান বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের গড় বছর ৩৬ বছর। ১০ বছর পরে পুত্রের বয়স কত হবে?
সমাধান:পিতা, মাতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৩৬×৩) বছর = ১০৮ বছর পিতা ও মাতার বয়য়ের সমষ্টি =(৪৫×২) বছর = ৯০ বছর পুত্রের বয়স = ১০৮-৯০ = ১৮ বছর ১০ বছর পর পুত্রের বয়য় হবে =(১৮+১০) বছর = ২৮ বছর (উত্তর)
4x²+9y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে?
সমাধান:4x²+9y2 = (2x)²+(3y)² = (2x+3y)²-2.2x.3y = (2x+3y)²-12xy ∴4x²+9y²+12xy = (2x+3y)². (Answer)
x-1/x = 2 হলে x^4+1/x^4 = কত?
সমাধান:প্রদত্ত রাশি (Answer)
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের অংশ হলে, ৩/৮ মুনাফার হার কত?
সমাধান:মুনাফা আসলের ৩/৮ অংশ অর্থাৎ মুনাফা ৩ টাকা হলে আসল ৮ টাকা। মুনাফা-আসল = (৩+৮) টাকা বা ১১ টাকা। মুনাফা-আসল ১১ টাকা হলে আসল ৮ টাকা মুনাফা-আসল ১ টাকা হলে আসল টাকা মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে আসল টাকা বা ৪০০০ টাকা ৩ বছরে মুনাফা = (মুনাফা-আসল - আসল) = (৫৫০০-৪০০০) টাকা = ১৫০০ টাকা ৪০০০ টকায় ৩ বছরে মুনাফা হয় ১৫০০ টাকা ১ টাকায় ১ বছরে মুনাফা হয় টাকা ১০০ টকায় ১ বছরে মুনাফা হয় টাকা বা ১২.৫ টাকা ∴ মুনাফার হার ১২.৫% (উত্তর: ১২.৫%)
সাধারণ জ্ঞান
১২) ‘People and Democracy’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: শেখ হাসিনা১৩) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায়া জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮ মার্চ, ১৯২০ সালে। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে।১৪) বাংলার মুক্তির সনদ কি ও কত সালে উত্থাপন করা হয়?
উত্তর: বাংলার মুক্তির সনদ হলো ৬ দফা এবং এটি ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।১৫) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় এবং পথিকৃত কোন দেশ?
উত্তর: ২১ ফেব্রুয়ারি; বাংলাদেশ১৬) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কোন কোন দেশ হয়ে স্বাধীন বাংলাদেশ আসেন?
উত্তর: যুক্তরাজ্য ও ভারত হয়ে।১৭) ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ কে এবং কোন জেলার অধিবাসী?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার; চট্টগ্রাম।১৮) বিশ্ব জলবায়ু সম্মেলন (COP-28) কোন দেশে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত; দুবাই।১৯) বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী।
হিসাব বিজ্ঞান
২০) হিসাব চক্র বলত কি বুঝায়? হিসাব চক্রের ৬টি ধাপের নাম লিখুন।
-
উত্তর: যে ধারাবাহিক ও চক্রাকার পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের কার্যাবলী ধাপে ধাপে
সম্পন্ন হয় তাকে হিসাবচক্র বলে।
হিসাব চক্রের ৬টি ধাপের নাম | |
---|---|
লেনদেন সনাক্তকরণ ও পরিমাপকরণ (Indentification and Measurement of Transactions) | |
লেনদেন লিপিবদ্ধকরণ (Recording Transactions) | |
শ্রেণীবদ্ধকরণ (Classification of Transations) | |
সংক্ষিপ্তকরণ (Summarizing) | |
সমন্বয় ও সমাপনি দাখিলা (Adjusting and Closing Entrises) | |
আর্থিক বিবরণী প্রস্তুতকরণ (Preparation of Financial Statements) |
২১) অবচয় কি? অবচয় নির্ণয়ের যে কোনো ৪টি পদ্ধতির নাম লিখুন।
-
উত্তর: কোন প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবহৃত স্থায়ী সম্পত্তি ব্যবহার, কালের
আবর্তন, অপ্রচলন, সরাসরি ভোগ, বাজার মূল্যের স্থায়ী পতন ইত্যাদি দৃশ্যমান বা
অদৃশ্য কারনে সম্পত্তির গুণ, পরিমাণ ও মূল্যের যে হ্রাস ঘটে তাকে অবচয় বলা হয়।
নং | পদ্ধতির নাম | |
---|---|---|
১ | বীমা পত্র পদ্ধতি | |
২ | বার্ষিক সমকিস্তি পদ্ধতি | |
৩ | মাইল হারে পদ্ধতি | |
৪ | যান্ত্রিক ঘন্টা হার পদ্ধতি |
ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url