banner

ডিএসসিসি হিসাব সহকারী প্রশ্ন সমাধান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
হিসাব সহকারী
০৯/১২/২০২৩

বাংলা
১) সন্ধি বিচ্ছেদ করুন:
সংষ্কৃত = সম্+কৃত
স্বাধীন = স্ব+অধীন
ক্ষাুধার্ত = ক্ষুধা+ঋত
সদ্যোজাত = সদ্যঃ+জাত

২) অর্থসহ বাক্য রচনা করুন:
উজানের কৈ (সহজলভ্য): পরীক্ষার ভালো ফল কি উজানের কৈ যে চেইলেই পাওয়া যায়!
হাতের পাঁচ (শেষ সম্বল): এ টাকা কটিই ছিল আমার হাতের পাঁচ।
উলুখাগড়া (গুরুত্বহীন লোক): আমরা ভাই উলুখাগড়া, আমাদের কথায় ওঁরা গুরুত্ব দিবে না কেন?

৩) এক কথায় প্রকাশ করুন:
যিনি বক্তৃতায় পটু = বাগ্মী
আয়ুর পক্ষে হিতকর = আয়ুষ্য
যে উপকারীর অপকার করে = কৃতঘ্ন

৪) ‘পৃথিবী’ শব্দের ৪টি সমার্থক শব্দ লিখুন:
‘পৃথিবী’ শব্দের ৪টি সমার্থক শব্দ
পৃথিবী জগৎ
দুনিয়া
বিশ্ব
ধরণী


ইংরেজি
৫) Fill in the blanks:
a
He went there at 7 o'clock_____evening.
Ans: at

b
It has been raining____morning.
Ans: since

c
What is the differnce ____ the two.
Ans: between

d
He deals ___ rice.
Ans: in

e
Do not run ____ debt.
Ans: into


৬) Make the following words plural:
Given Word Plural Word
Lady Ladies
Half Halves
Ox Oxen
Potato Potatoes
Deer Deer


৭) Change the sentences as directed:
a
Men eat rice. (Passive)
Ans: Rice is eaten by men.

b
Sslam is present today. (Negative)
Ans: Salam is no absent today.

c
Nobody believes a liar. (Interrogative)
Ans: Who believes a liar?

d
The pen writes well.(Passive)
Ans: The pen is written well.


গণিত

পিতা ও মাতার বর্তমান বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের গড় বছর ৩৬ বছর। ১০ বছর পরে পুত্রের বয়স কত হবে?

সমাধান:
    পিতা, মাতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৩৬×৩) বছর
                                = ১০৮ বছর
    পিতা ও মাতার বয়য়ের সমষ্টি =(৪৫×২) বছর
                            = ৯০ বছর
    পুত্রের বয়স = ১০৮-৯০ = ১৮ বছর
    ১০ বছর পর পুত্রের বয়য় হবে =(১৮+১০) বছর
                            = ২৮ বছর
    (উত্তর)
    

4x²+9y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে?

সমাধান:
    4x²+9y2
    = (2x)²+(3y)²
    = (2x+3y)²-2.2x.3y
    = (2x+3y)²-12xy
    
    ∴4x²+9y²+12xy = (2x+3y)².
    (Answer)
    

x-1/x = 2 হলে x^4+1/x^4 = কত?

সমাধান:
    প্রদত্ত রাশি =x4+1x4
    =x22+1x22
    =x2+1x22-2.x2.1x2
    =x-1x2-2.x.1x2-2
    =22+22-2
    =4+22-2=62-2
    =36-2
    =34 (Answer)
    

কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের অংশ হলে, ৩/৮ মুনাফার হার কত?

সমাধান:
    মুনাফা আসলের ৩/৮ অংশ অর্থাৎ মুনাফা ৩ টাকা
    হলে আসল ৮ টাকা।
    মুনাফা-আসল = (৩+৮) টাকা বা ১১ টাকা।
    
    মুনাফা-আসল ১১ টাকা হলে আসল ৮ টাকা
    মুনাফা-আসল  ১ টাকা হলে আসল  টাকা
    মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে আসল × টাকা
                                 বা ৪০০০ টাকা
    
    ৩ বছরে মুনাফা = (মুনাফা-আসল - আসল)
                 = (৫৫০০-৪০০০) টাকা
                 = ১৫০০ টাকা
    ৪০০০ টকায় ৩ বছরে মুনাফা হয় ১৫০০ টাকা
       ১ টাকায় ১ বছরে মুনাফা হয় × টাকা
     ১০০ টকায় ১ বছরে মুনাফা হয় ×× টাকা
                            বা ১২.৫ টাকা
    ∴ মুনাফার হার ১২.৫%
    
    (উত্তর: ১২.৫%)
    
সাধারণ জ্ঞান

১২) ‘People and Democracy’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: শেখ হাসিনা

১৩) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায়া জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮ মার্চ, ১৯২০ সালে। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে।

১৪) বাংলার মুক্তির সনদ কি ও কত সালে উত্থাপন করা হয়?

উত্তর: বাংলার মুক্তির সনদ হলো ৬ দফা এবং এটি ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।

১৫) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় এবং পথিকৃত কোন দেশ?

উত্তর: ২১ ফেব্রুয়ারি; বাংলাদেশ

১৬) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কোন কোন দেশ হয়ে স্বাধীন বাংলাদেশ আসেন?

উত্তর: যুক্তরাজ্য ও ভারত হয়ে।

১৭) ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ কে এবং কোন জেলার অধিবাসী?

উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার; চট্টগ্রাম।

১৮) বিশ্ব জলবায়ু সম্মেলন (COP-28) কোন দেশে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: সংযুক্ত আরব আমিরাত; দুবাই।

১৯) বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী।
হিসাব বিজ্ঞান
২০) হিসাব চক্র বলত কি বুঝায়? হিসাব চক্রের ৬টি ধাপের নাম লিখুন।
    উত্তর: যে ধারাবাহিক ও চক্রাকার পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের কার্যাবলী ধাপে ধাপে সম্পন্ন হয় তাকে হিসাবচক্র বলে।
হিসাব চক্রের ৬টি ধাপের নাম
লেনদেন সনাক্তকরণ ও পরিমাপকরণ (Indentification and Measurement of Transactions)
লেনদেন লিপিবদ্ধকরণ (Recording Transactions)
শ্রেণীবদ্ধকরণ (Classification of Transations)
সংক্ষিপ্তকরণ (Summarizing)
সমন্বয় ও সমাপনি দাখিলা (Adjusting and Closing Entrises)
আর্থিক বিবরণী প্রস্তুতকরণ (Preparation of Financial Statements)

২১) অবচয় কি? অবচয় নির্ণয়ের যে কোনো ৪টি পদ্ধতির নাম লিখুন।
    উত্তর: কোন প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবহৃত স্থায়ী সম্পত্তি ব্যবহার, কালের আবর্তন, অপ্রচলন, সরাসরি ভোগ, বাজার মূল্যের স্থায়ী পতন ইত্যাদি দৃশ্যমান বা অদৃশ্য কারনে সম্পত্তির গুণ, পরিমাণ ও মূল্যের যে হ্রাস ঘটে তাকে অবচয় বলা হয়।
অবচয় নির্ণয়ের ৪টি পদ্ধতির নাম:
নং পদ্ধতির নাম
বীমা পত্র পদ্ধতি
বার্ষিক সমকিস্তি পদ্ধতি
মাইল হারে পদ্ধতি
যান্ত্রিক ঘন্টা হার পদ্ধতি


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner