banner

‘ইচ্ছা’ সংক্রান্ত সকল এককথায় প্রকাশ/বাক্য সংকোচন একসাথে

এক কথায় প্রকাশের উত্তর গুলো পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের ওয়েবসাইটের এই পোস্ট/আর্টিকেল টি সম্পূর্ণ পড়তে হবে এবং সেই সাথে প্রশ্নের উত্তর দেখতে “উত্তর দেখুন” Button টিতে ক্লিক করুন।
এক কথায় প্রকাশ এর অন্য নাম বাক্য সংকোচন; দুই বা ততোধিক পদ অথবা উপবাক্যকে যে প্রক্রিয়ার মাধ্যমে একটিমাত্র শব্দে প্রকাশ করা হয় তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলা হয়।

‘ইচ্ছা’ সংক্রান্ত এককথায় প্রকাশ | Iccha Songkranto ek kothay Prokash

অনুকরণ করার ইচ্ছা এর এককথায় প্রকাশ কি হবে?

অনুচিকীর্ষা

অনুকরণ করাতে ইচ্ছুক এর এককথায় প্রকাশ কি হবে?

অনুচিকীর্ষু

অনুসন্ধান করার ইচ্ছা এর এককথায় প্রকাশ কি হবে?

অনুসন্ধিৎসা

অন্বেষণ করার ইচ্ছা এর এককথায় প্রকাশ কি হবে?

অন্বেষা

অপকার করার ইচ্ছা এর এককথায় প্রকাশ কি হবে?

অপচিকীর্ষা

উপকার করার ইচ্ছা

উপচিকীর্ষা

করার ইচ্ছা

চিকীর্ষা

খাওয়ার ইচ্ছা

ক্ষুধা

গমন করার ইচ্ছা

জিগমিষা

জয় করার ইচ্চা

জিগীষা

হত্যা করার ইচ্ছা

জিঘাংসা

বলার ইচ্ছা

বিবক্ষা

বলার ইচ্ছুক

বিবক্ষু

বেঁচে থাকার ইচ্ছা

জিজীবিষা

জানার ইচ্ছা

জিজ্ঞাসা

নিন্দা করার ইচ্ছা

জুগুপ্সা

গোপন করার ইচ্ছা

জুগুপ্সা

ক্ষমা করার ইচ্ছা

তিতিক্ষা/চিক্ষমিষা

ত্রাণ লাভ করার ইচ্ছা

তিতীর্ষা

দান করার ইচ্ছা

দিৎসা

দেখার ইচ্ছা

দিদৃক্ষা

দেখার ইচ্ছুক

দিদৃক্ষু

পান করার ইচ্ছা

পিপাসা

বাস করার ইচ্ছা

বিবৎসা

বমন বা বমি করার ইচ্ছা

বিবমিষা

ভোজন করার ইচ্ছা

বুভুক্ষা

ভোজন করতে ইচ্ছুক

বুভুক্ষু

মুক্তি লাভের ইচ্ছা

মুমুক্ষা

মুক্তি পেতে ইচ্ছুক

মুমুক্ষু

মরণের ইচ্ছা

মুমূর্ষা

যে রূপ ইচ্ছা

যদৃচ্ছা

যুদ্ধ করার ইচ্ছা

যুযুৎসা

যুদ্ধ করতে ইচ্ছুক

যুযুৎসু

লাভ করার ইচ্ছা

লিপ্সা

সেবা করার ইচ্ছা

শুশ্রুষা

সৃষ্টি করার ইচ্ছা

সিসৃক্ষা

সৃষ্টি করতে ইচ্ছুক

সিসৃক্ষু

হিত করার ইচ্ছা

হিতৈষা

হিত করতে ইচ্ছুক

হিতৈষী

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner