banner

কিভাবে এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফল দেখবো?

HSC Result প্রকাশ এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যা প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থীদের দীর্ঘ সময়ের অধ্যবসায় কে মূল্যায়ন করে একটি আনুুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে।
প্রত্যেক বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট ২০২৪ তারিখে শুরু হওয়া HSC Exam 2023-এ ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সহ মোট ১১টি শিক্ষা বোর্ডের অধিনে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ কেরছিল।

How to check HSC Exam result 2023 Online | কিভাবে এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল দেখবো?

সবার আগে HSC Result 2023 এর ফলাফল কিভাবে দেখবো?

প্রিয়ো শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আপনারা জেনে খুসি হবেন যে ইতোমধ্যে HSC Result 2023 এর সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। গেল ২১ নভেম্বর ২০২৩ তারিখ রোজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এইচএসসি পরীক্ষা ২০২৩ েএর ফল প্রকাশের বিস্তারিত জানানো হয়। একাই সাথে ২৬ নভেম্বর ২০২৩ তারিখে আনুষ্ঠানিক ফল প্রকাশের ঘোষণাও দেওয়া হয়।
সুতরাং আমরা বলতে পারি যে ২০২৩ সালের HSC, Alim, Technical বা কারিগরি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী রোববার ২৬ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১১:০০ টার সময় প্রকাশিত হবে।

HSC Exam Result 2023 কিভাবে দেখবো?

প্রিয় পাঠক চিন্তার কোনো কারণ নেই; আপনি রেজাল্ট সম্পর্কিত সকল টিপ্স আমাদের সাইটে অর্থাৎ এই আর্টিকেলটিতে পেয়ে যাবেন। এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার ৩টি উপায় বা মাধ্যম রয়েছে।
  • অনলাইনের মাধ্যমে।
  • SMS-এর মাধ্যমে।
  • স্ব স্ব পতিষ্ঠানে গিয়ে।
  • উপরের ৩টি উপায়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সেরা উপায় হলো অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যামে HSC Result 2023 দেখা এবং অন্যটি SMS-এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখা। আবার নিজ নিজ প্রতিষ্ঠান অর্থাৎ কলেজে গিয়ে এখন আর কেউ রেজাল্ট দেখে না এটা বেশ খানিকটা অপ্রচলিত হয়ে পড়েছে। তাই আপনাদের সুবিধার্থে নিচে অনলাইনে এবং এসএমএসে কিভাবে এইচএসসি রেজাল্ট দেখা যায় সেই বিষয়ে আলোচনা করবো।

    সবার আগে অনলাইনে HSC Result কিভাবে দেখবো?

    প্রযুক্তির কল্যাণে আমরা এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারি। আজকে আপনাদেরকে দেখাবো How to check HSC exam result 2023 online অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিভাবে এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল দেখবো?
    অনলাইনে রেজাল্ট দেখার ৩টি সেরা উপায় রয়েছে।
  • www.educationboardresults.gov.bd এই ওয়েব সাইটে গিয়ে।
  • www.eboardresults.com এই ওয়েব সাইটে গিয়ে।
  • পরীক্ষার্থীদের নিজ নিজ বোর্ডের ওয়েব সাইটে গিয়ে।
  • www.educationboardresults.gov.bd এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

    প্রথমে www.educationboardresults.gov.bd এই ওয়েব সাইটে এন্ট্রি করুন। তারপর নিচের ছবির মতো একটি পেজ দেখতে পারবেন।
    ডেমো

    তারপর নিচের ইন্সট্রাকশন গুলো ফলো করুন:
  • Examination (এক্সামিনেশন) এর  ড্রপডাউন মেনু থেকে পরীক্ষার নামটি সিলেক্ট করুন।
  • Year (ইয়ার) এর ড্রপডাউন মেনু থেকে পরীক্ষার সাল দিন ২০২৩।
  • Board (বোর্ড) এর ড্রপডাউন মেনু থেকে আপনার বোর্ডের নাম সিলেক্ট করুন।
  • Roll (রোল) এর ইনপুট বক্সে আপনার এডমিট কার্ডের রোল নাম্বারটি লিখুন।
  • Reg: No (রেজি নম্বর) এর ইনপুট বক্সে আপনার এডমিট কার্ডের রেজিস্ট্রেশন নম্বরটি লিখুন।
  • Math Solution (গণিত সমাধান) এর ইনপুট বক্সের বাম পাশে যে যোগ অথবা বিয়োগ দেওয়া থাকবে সেটির সমাধান করে ইনপুট বক্সে লিখুন।
  • Submit Button (সাবমিট বাটন) : এবং সর্বশেষ সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটন-এ ক্লিক করুন।
  • আরও ভালো করে বুঝার জন্য নিচের ছবিটি লক্ষ্য করুন: 

    Demo Image
    প্রিয়ো পাঠক আশা করি আপনি বিষয়টি খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছেন।

    www.eboardresults.com এই ওয়েব সাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম:

    উপরের মতো করে প্রথমে www.eboardresults.com ওয়েব সাইটটিতে প্রবেশ করতে হবে। তারপর নিচের ছবির মতো একটি পেজ শো করবে।
    demo image
    এই পেইজে আসার পর নিচের ইন্সট্রাকশন গুলো ফলো করুন:
  • Examinaton (এক্সামিনেশন) এর ড্রপডাউন মেনু থেকে পরীক্ষার নাম টি সিলেক্ট করুন। যেমন: HSC/Alim/Equivalent
  • Year (ইয়ার) এর ড্রপডাউন মেনু থেকে পরীক্ষার সাল সিলেক্ট করুন। যেমন: 2023
  • Board (বোর্ড) এর ড্রপডাউন মেনু থেকে আপনার বোর্ডের নাম সিলেক্ট করুন। যেমন: ঢাকা
  • Result type (রেজাল্ট টাইপ) এর ড্রপডাউন মেনু থেকে Individual Result সিলেক্ট করুন।
  • Roll (রোল) এর ইনপুট বক্সে আপনার এডমিট কার্ডের রোল নাম্বর লিখুন। যেমন: 123456
  • Registration (রেজিস্ট্রেশন) এর ইনপুট বক্সে আপনার এডমিট কার্ডের রেজিস্ট্রশন নম্বর টি লিখুন। যেমন: 1234567890
  • Security Key (সিকিউরিটি কী) এই ইনপুট বক্সটিতে বাম পাশে দেওযা একটি ছবি থাকবে সেখানে থাকা কোডটি লিখতে হবে; যদি ছবির নাম্বরটি না বুঝা যায় তাহলে Reload বাটনে ক্লিক করে নতুন আরেকটি ছবি নিয়ে আসতে হবে।
  • Get Result Button (গেট রেজাল্ট বাটন) এখন সবকিছু ঠিক থাকলে গেট রেজাল্ট টিতে ক্লিক করুন এবং সাথে সাথে দেখবেন আপনার রেজাল্ট হাজির
  • আরও ভালো করে বুঝতে নিচের ছবিটি লক্ষ্য করুন:

    Demo Image
    আশাকরি আমাদের এই আর্টিকেলটি আপনার রেজাল্ট দেকতে অনেকটা সহায়তা করেছে। আপনারা উপকৃত হলে সেটাই আমাদের সফলতা। নতুন সব আর্টিকেল পেতে আমাদের ওয়েব সাইট টি প্রতিনিয়ত ভিজিট করুন। ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url
    banner