Directorate of Local Government Engineering work assistant Question Solution 24 Feb 2023
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
পদের নাম : কার্যসহকার
(পরীক্ষা: ২৪ ফেব্রুয়ারি ২০২৩)
প্রশ্ন সমাধান
১) ‘ইচ্ছুক’ শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে ?
- অক
- ইক
- উক
- আক
২) Sustainable Development Goals (SDG) কয়টি?
- ১৭টি
- ১৩টি
- ১৫টি
- ৩১টি
উত্তর: ১৭টি।
৩) নিচের কোনটি তৎসম শব্দ?
- নারিকেল
- গেরাম
- চামার
- মটি
৪) রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
- গামা
- বিটা
- কসমিক
- রঞ্জন
উত্তর: রঞ্জন রশ্মি।
৫) The correct translation of- ‘সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়অর বাইরে’-
- The anti-socials are still at large.
- The anti-socials are still now at large.
- The anti-socials are at large.
- The anti-socials are till at large.
৬) Everyone__When a thief entered into our house.
- would sleep
- were sleeping
- was asleep
- were asleep
উত্তর: was asleep
৭) RAM শব্দের অর্থ কি?
- Read Access Memory
- Random Access Memory
- Readable Access Memory
- Read Access Move
উত্তর: Random Access Memory
৮) Gulliver's Travels is written by-
- Ernest Hemingway
- Jonathan Swift
- Bernard Shaw
- Charles Dickens
উত্তর: Jonathan Swift
৯) ‘দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী’। এখানে ‘দামিনী’ শব্দের অর্থ হলো-
- নারীর নাম
- বিদ্যুৎ
- পৃথিবী
- মেঘ
উত্তর: বিদ্যুৎ
১০) Choose the word closest in meaning to the word `absorbed.
- Fatigued
- Disturbed
- Engrossed
- Successful
উত্তর: Engrossed
১১) ECNEC এর চেয়অরম্যান কে?
- অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রী
- পরিকল্পনা মন্ত্রী
- স্পীকার
উত্তর: প্রধানমন্ত্রী
১২) ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
- আনিস চৌধুরী
- আনোয়ার পাশা
- শহীদুল্লা কায়সার
- ড. নীলিমা ইব্রাহীম
উত্তর: ড. নীলিমা ইব্রাহীম
১৩) Find out the correct sentence.
- I and he is present
- He and I are present
- He and me are present
- I and him is present
উত্তর: He and I are present
১৪) What is the right Synonym of `Hostile'?
Flexible
Unfriendly
Happy
Indifferent
উত্তর: Unfriendly
১৬) রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?
- ঠাকুরগাঁও
- পঞ্চগড়
- নীলফামারী
- দিনাজপুর
উত্তর: দিনাজপুর
১৭) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়।
পুত্রের বয়স কত?
- ২০ বছর
- ৩৫ বছর
- ২৫ বছর
- ২৪ বছর
উত্তর: ২০ বছর
১৮) শয়ন, হরণ, গ্রহণ- এগুলো কোন বিশেষ্য?
- ব্যক্তিবাচক
- বস্তুবাচক
- গুণবাচক
- জাতিবাচক
নোট: অপশনে সঠিক উত্তর নেই; শয়ন, হরণ, গ্রহণ এগুলো ভাববাচক বিশেষ্য।
১৯) The phrase pooh-pooh is-
- To reject
- To accept
- To respect
- To take for granted
উত্তর: To reject
২০) I am used to__coffee in the morning now.
- drink
- drank
- drunk
- drinking
উত্তর: drinking
২১) ‘সাপের পাঁচ পা দেখা’ প্রবাদের অর্থ কী?
- ভয় পাওয়া
- চোখের অন্ধকার দেখা
- শেষ মুহুর্ত পর্যন্ত আশায় থাকা
- অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
উত্তর: অহংকারে অসম্ভবকে সম্ভবে মনে করা।
২২) ‘কৃশ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
- হালকা
- ভারি
- লম্বা
- স্থুল
উত্তর: স্থুল
২৩) “হৈম কে আমি লইয়া যাইব”-কে বলেছিল?
- হৈমন্তীর স্বামী
- হৈমন্তীর বাবা
- দিদিমা
- বনমালী বাবু
উত্তর: হৈমন্তীর স্বামী
২৪) কোন বানানটি শুদ্ধ?
- মহিয়াস
- মহীয়সী
- মহিয়সী
- মহীয়সি
উত্তর: মহীয়সী।
২৫) দুইটি সংখ্যার অনুপাত ৩:২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
- ৪
- ৮
- ১৬
- ২৪
উত্তর: ২৪
২৬) লেনিনগ্রাড এর বর্তমান নাম কী?
প্রোট্রোগ্রাড
সেন্ট পিটার্সবার্গ
পিটার্সবার্গ
মস্কো
উত্তর: সেন্ট পিটার্সবার্গ
২৭) `Out ant out' means-
- Not at all
- hrave
- Whole heartedly
- Thoroughly
উত্তর: Thoroughly
২৮) x-y=z এবং xy=15 হলে (x+y) এর মান কত?
- 4
- 8
- 10
- 12
উত্তর: 8
২৯) নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ?
- চন্দ্রদ্বীপ
- ময়নামতি
- হরিকেল
- পাটালীপুত্র
উত্তর: হরিকেল
৩০) কাজ নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতায় উল্লেখকৃত ‘শাক্যমুনি’ কে?
- গৌতম বুদ্ধ
- যিশু খ্রিষ্ট
- চৈতন্য
- অতীশ দীপঙ্কর
উত্তর: গৌতম বুদ্ধ
৩১) জলবায়ুর উপাদান নয় কোনটি?
- মেঘ
- সমুদ্রস্রোত
- বায়ু
- আর্দ্রতা
উত্তর: সমুদ্রস্রোত
৩২) Find out the wrong sentence.
- How long has Rahim been unemployed?
- How long do you know Karim?
- She has been ill for quite a long time.
- My Father got married in USA.
Note: চারটি অপশনে কোনো wrong sentence দেয়া নেই। সবগুলোই সঠিক Sentence.
৩৩) Who is calling me? বাক্যটির Passive form হবে-
- By whom I am calle?
- By whom I am being caled?
- By whom am I being called?
- By whom have I been called?
উত্তর: By whom am I being called?
৩৪)‘ষ্ণ’ সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?
- ষ্+ঞ
- ষ্+ণ
- ষ্+ন
- ষ্+চ
উত্তর: ষ্+ণ
৩৫) জীবের বংশগতির বৈশিষ্ট বহন করে-
- সাইট্রোপ্লাজম
- ক্রোমোজোম
- নিউক্লিয়াস
- নিউক্লিওলাস
উত্তর: ক্রোমোজোম
৩৬) ‘পণ্ডিতমূর্খ’ এর ব্যাসবাক্য কোনটি?
- পণ্ডিত সেজে আছে যে মূর্খ
- যিনি পণ্ডিত তিনিই মূর্খ
- পণ্ডিত অথচ মূর্খ
- পণ্ডিত ও মূর্খ
উত্তর: পণ্ডিত সেজে আছে যে মূর্খ
৩৭) Many men and women aspire to__ presideney.
- a
- an
- the
- no article
উত্তর: no article
৩৮) টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ৫০%
- ২৫%
- ১৫%
- ১০%
উত্তর: ৫০%
৩৯) একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
- ৬০°
- ৪৫°
- ৩০°
- ২৫°
উত্তর: ৩০°
৪০) ‘প্রথম আলো’ উপন্যাসটি কে লিখেছেন?
- মতিউর রহমান
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সৈয়দ শামসুল হক
- সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
৪১) They wnt to school yesterday,____?
- did they
- weren't they
- didn't they
- were they
উত্তর: didn't they
৪২) We have to deal___our problem.
- with
- after
- on
- by
উত্তর: with
৪৩) `Accommodation' is-
- Noun
- Adjective
- Preposition
- Adverb
উত্তর: Noun
৪৪) ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না’- তাকে এক কথায় কি বলে?
- অনুসূরা
- অনুচার্য
- কোনটাই নয়
- ক্ষণপ্রভা
উত্তর: ক্ষণপ্রভা
৪৫) ১০×০.০২×০.০০০১= কত?
- ০.০০২
- ০.০০০০২
- ০.০০০২
- ০.০২
উত্তর: ০.০০০০২
৪৬) ‘সংসার’ এর সন্ধ বিচ্ছেদ কোনটি?
- সং+সার
- সাং+সার
- সম্+সার
- সম+সার
উত্তর: সম্+সার
৪৭) স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
- ১৬ ডিসেম্বর
- ২৬ মার্চ
- ৭ মার্চ
- ২ মার্চ
উত্তর: ২ মার্চ
৪৮) m-1/m=2 হলে m4+1/m4=2 কত?
- 30
- 31
- 32
- 34
উত্তর:34
৪৯) কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
- দুর্নীতি দমন কমিশন
- জাতীয় মানবাধিকার কমিশন
- জাতীয় তথ্য কমিশন
- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তর: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৫০) ‘বঙ্কল’ শব্দের অর্থ কোনটি?
- বৃক্ষপত্র
- শিকর
- বৃক্ষকান্ড
- বৃক্ষত্বক
উত্তর: বৃক্ষত্বক
৫১) ৮, ১১, ১৭, ২৯, ৫৩....ধারাটির পরবর্তী সংখ্যা কত?
- ১৫০
- ১০৫
- ১০১
- ৭৫
উত্তর: ১০১
৫২) ‘ম্রিয়মান’ শব্দের অর্থ কোনটি?
- যা ম্লান হয়েছে
- যা ম্লান হবে
- যার মৃত্যু হয়েছে
- যার মৃত্যু অবস্থা
উত্তর: যার মৃত্যু অবস্থা
৫৩) ‘হাড় হাভাতে’ বাগধারাটির অর্থ কোনটি?
- হতভাগ্য
- ক্ষুধার্ত
- রোগা
- দরিদ্র
উত্তর: হতভাগ্য
৫৪) Choose the correct spelling.
- Achievment
- Acheivement
- Achevement
- Achievement
উত্তর: Achievement
৫৫) কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
- প্লোটোপ্লাজম
- ক্রোমোজোম
- মাইটোকন্ড্রিয়া
- নিউক্লিায়াস
উত্তর: নিউক্লিয়াস
৫৬) ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো
যাবে?
- ৬
- ৩
- ৪
- ৫
উত্তর:৪
৫৭)`Othello' is a Shakespear's play about-
- A Jew
- A Roman
- A Turk
- A Moor
উত্তর: A Moor
৫৮) There are two brothers, but___of them were honest.
- both
- neither
- either
- no one
উত্তর: neither
৫৯) একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
- ১৮০°
- ৯০°
- ১২০°
- ১৯০°
উত্তর: ১৮০°
৬০) মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে?
- মোহাম্মদ রুহুল আমিন
- মোহাম্মদ মোস্তফা কামাল
- মোহাম্মদ হামিদুর রহমান
- মতিউর রহমান
উত্তর: মোহাম্মদ মোস্তফা কামাল
৬১) ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?
- ৪৫%
- ৫০%
- ৬০%
- ৭৫%
উত্তর: ৬০%
৬২) একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
- ১২
- ৯
- ৪
- ৬
উত্তর: ৯
৬৩) ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
- তত+অধিক
- তত+ধিক
- ততঃ+অধিক
- ততা+অধিক
উত্তর: ততঃ+অধিক
৬৪) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
- ৭টি
- ৬টি
- ৪টি
- ৫টি
উত্তর: ৫টি
৬৫) একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
- ৩৫√৫
- ৪০√৫
- ৪৫√৫
- ৫০√৫
উত্তর: ৫০√৫
৬৬) বাতাসে কার্বণ ডাই অক্সাইডের পরিমাণ প্রায়-
- ০.০২৫%
- ০.০৩%
- ০.০৩৬%
- ০.০৪%
উত্তর: ০.০৩%
৬৭) কোনটি শুদ্ধ বানান?
- ঈন্দ্রীয়
- ঈন্দ্রিয়
- ইন্দ্রীয়
- ইন্দ্রিয়
উত্তর: ইন্দ্রিয়
৬৮) Choose the word which is most nearly opposite to the word ‘OPAQUE’
- Feverish
- Monstrous
- Inclined
- Transparent
উত্তর: Transparent
৬৯) Do you know the solution___the problem?
- to
- into
- for
- about
উত্তর: to
৭০) ১÷০=কত?
- অসীম
- ১
- সসীম
- ০
উত্তর: অসীম
ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url