banner

Directorate of Local Government Engineering work assistant Question Solution 24 Feb 2023

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
পদের নাম : কার্যসহকার
(পরীক্ষা: ২৪ ফেব্রুয়ারি ২০২৩)
প্রশ্ন সমাধান

Post Header Image

১) ‘ইচ্ছুক’ শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে ?

  • অক
  • ইক
  • উক
  • আক
উত্তর: উক।

২) Sustainable Development Goals (SDG) কয়টি?

  • ১৭টি
  • ১৩টি
  • ১৫টি
  • ৩১টি

উত্তর: ১৭টি।


৩) নিচের কোনটি তৎসম শব্দ?

  • নারিকেল
  • গেরাম
  • চামার
  • মটি 
উত্তর: নারিকেল 

৪) রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

  • গামা
  • বিটা
  • কসমিক
  • রঞ্জন
উত্তর: রঞ্জন রশ্মি।

৫) The correct translation of- ‘সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়অর বাইরে’-

  • The anti-socials are still at large.
  • The anti-socials are still now at large.
  • The anti-socials are at large.
  • The anti-socials are till at large.
উত্তর: The anti-socials are still at large.

৬) Everyone__When a thief entered into our house.

  • would sleep
  • were sleeping
  • was asleep
  • were asleep
উত্তর: was asleep

৭) RAM শব্দের অর্থ কি?

  • Read Access Memory
  • Random Access Memory
  • Readable Access Memory
  • Read Access Move
উত্তর: Random Access Memory

৮) Gulliver's Travels is written by-

  • Ernest Hemingway
  • Jonathan Swift
  • Bernard Shaw
  • Charles Dickens
উত্তর: Jonathan Swift

৯) ‘দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী’। এখানে ‘দামিনী’ শব্দের অর্থ হলো-

  • নারীর নাম
  • বিদ্যুৎ
  • পৃথিবী
  • মেঘ
উত্তর: বিদ্যুৎ

১০) Choose the word closest in meaning to the word `absorbed.

  • Fatigued
  • Disturbed
  • Engrossed
  • Successful
উত্তর: Engrossed

১১) ECNEC এর চেয়অরম্যান কে?

  • অর্থমন্ত্রী
  • প্রধানমন্ত্রী
  • পরিকল্পনা মন্ত্রী
  • স্পীকার
উত্তর: প্রধানমন্ত্রী

১২) ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

  • আনিস চৌধুরী
  • আনোয়ার পাশা
  • শহীদুল্লা কায়সার
  • ড. নীলিমা ইব্রাহীম
উত্তর: ড. নীলিমা ইব্রাহীম

১৩) Find out the correct sentence.
  • I and he is present
  • He and I are present
  • He and me are present
  • I and him is present
উত্তর: He and I are present

১৪) What is the right Synonym of `Hostile'?
Flexible
Unfriendly
Happy
Indifferent
উত্তর: Unfriendly

১৫) 
related image উত্তর: 2√2

১৬) রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?
  • ঠাকুরগাঁও
  • পঞ্চগড়
  • নীলফামারী
  • দিনাজপুর
উত্তর: দিনাজপুর

১৭) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?
  • ২০ বছর
  • ৩৫ বছর
  • ২৫ বছর
  • ২৪ বছর
উত্তর: ২০ বছর

১৮)  শয়ন, হরণ, গ্রহণ- এগুলো কোন বিশেষ্য?
  • ব্যক্তিবাচক
  • বস্তুবাচক
  • গুণবাচক
  • জাতিবাচক
নোট: অপশনে সঠিক উত্তর নেই; শয়ন, হরণ, গ্রহণ এগুলো ভাববাচক বিশেষ্য।
১৯) The phrase pooh-pooh is-
  • To reject
  • To accept
  • To respect
  • To take for granted
উত্তর: To reject

২০) I am used to__coffee in the morning now.
  • drink
  • drank
  • drunk
  • drinking
উত্তর: drinking

২১) ‘সাপের পাঁচ পা দেখা’ প্রবাদের অর্থ কী?
  • ভয় পাওয়া
  • চোখের অন্ধকার দেখা
  • শেষ মুহুর্ত পর্যন্ত আশায় থাকা
  • অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
উত্তর: অহংকারে অসম্ভবকে সম্ভবে মনে করা।

২২) ‘কৃশ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  • হালকা
  • ভারি
  • লম্বা
  • স্থুল
উত্তর: স্থুল

২৩) “হৈম কে আমি লইয়া যাইব”-কে বলেছিল?
  • হৈমন্তীর স্বামী
  • হৈমন্তীর বাবা
  • দিদিমা
  • বনমালী বাবু
উত্তর: হৈমন্তীর স্বামী

২৪) কোন বানানটি শুদ্ধ?
  • মহিয়াস
  • মহীয়সী
  • মহিয়সী
  • মহীয়সি
উত্তর: মহীয়সী।

২৫) দুইটি সংখ্যার অনুপাত ৩:২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  • ১৬
  • ২৪
উত্তর: ২৪

২৬) লেনিনগ্রাড এর বর্তমান নাম কী?
প্রোট্রোগ্রাড
সেন্ট পিটার্সবার্গ
পিটার্সবার্গ
মস্কো
উত্তর: সেন্ট পিটার্সবার্গ

২৭) `Out ant out' means-
  • Not at all
  • hrave
  • Whole heartedly
  • Thoroughly
উত্তর: Thoroughly

২৮) x-y=z এবং xy=15 হলে (x+y) এর মান কত?
  • 4
  • 8
  • 10
  • 12
উত্তর: 8

২৯) নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ?
  • চন্দ্রদ্বীপ
  • ময়নামতি
  • হরিকেল
  • পাটালীপুত্র
উত্তর: হরিকেল

৩০) কাজ নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতায় উল্লেখকৃত ‘শাক্যমুনি’ কে?
  • গৌতম বুদ্ধ
  • যিশু খ্রিষ্ট
  • চৈতন্য
  • অতীশ দীপঙ্কর
উত্তর: গৌতম বুদ্ধ

৩১) জলবায়ুর উপাদান নয় কোনটি?
  • মেঘ
  • সমুদ্রস্রোত
  • বায়ু
  • আর্দ্রতা
উত্তর: সমুদ্রস্রোত

৩২) Find out the wrong sentence.
  • How long has Rahim been unemployed?
  • How long do you know Karim?
  • She has been ill for quite a long time.
  • My Father got married in USA.
Note: চারটি অপশনে কোনো wrong sentence দেয়া নেই। সবগুলোই সঠিক Sentence.

৩৩) Who is calling me? বাক্যটির Passive form হবে-
  • By whom I am calle?
  • By whom I am being caled?
  • By whom am I being called?
  • By whom have I been called?
উত্তর: By whom am I being called?

৩৪)‘ষ্ণ’ সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?
  • ষ্+ঞ
  • ষ্+ণ
  • ষ্+ন
  • ষ্+চ
উত্তর: ষ্+ণ

৩৫) জীবের বংশগতির বৈশিষ্ট বহন করে-
  • সাইট্রোপ্লাজম
  • ক্রোমোজোম
  • নিউক্লিয়াস
  • নিউক্লিওলাস
উত্তর: ক্রোমোজোম

৩৬) ‘পণ্ডিতমূর্খ’ এর ব্যাসবাক্য কোনটি?
  • পণ্ডিত সেজে আছে যে মূর্খ
  • যিনি পণ্ডিত তিনিই মূর্খ
  • পণ্ডিত অথচ মূর্খ
  • পণ্ডিত ও মূর্খ
উত্তর: পণ্ডিত সেজে আছে যে মূর্খ

৩৭) Many men and women aspire to__ presideney.
  • a
  • an
  • the
  • no article
উত্তর: no article

৩৮) টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  • ৫০%
  • ২৫%
  • ১৫%
  • ১০%
উত্তর: ৫০%

৩৯) একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
  • ৬০°
  • ৪৫°
  • ৩০°
  • ২৫°
উত্তর: ৩০°

৪০) ‘প্রথম আলো’ উপন্যাসটি কে লিখেছেন?
  • মতিউর রহমান
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • সৈয়দ শামসুল হক
  • সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়

৪১) They wnt to school yesterday,____?
  • did they
  • weren't they
  • didn't they
  • were they
উত্তর: didn't they

৪২) We have to deal___our problem.
  • with
  • after
  • on
  • by
উত্তর: with

৪৩) `Accommodation' is-
  • Noun
  • Adjective
  • Preposition
  • Adverb
উত্তর: Noun

৪৪) ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না’- তাকে এক কথায় কি বলে?
  • অনুসূরা
  • অনুচার্য
  • কোনটাই নয়
  • ক্ষণপ্রভা
উত্তর: ক্ষণপ্রভা

৪৫) ১০×০.০২×০.০০০১= কত?
  • ০.০০২
  • ০.০০০০২
  • ০.০০০২
  • ০.০২
উত্তর: ০.০০০০২

৪৬) ‘সংসার’ এর সন্ধ বিচ্ছেদ কোনটি?
  • সং+সার
  • সাং+সার
  • সম্+সার
  • সম+সার
উত্তর: সম্+সার

৪৭) স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
  • ১৬ ডিসেম্বর
  • ২৬ মার্চ
  • ৭ মার্চ
  • ২ মার্চ
উত্তর: ২ মার্চ

৪৮) m-1/m=2 হলে m4+1/m4=2 কত?
  • 30
  • 31
  • 32
  • 34
উত্তর:34

৪৯) কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
  • দুর্নীতি দমন কমিশন
  • জাতীয় মানবাধিকার কমিশন
  • জাতীয় তথ্য কমিশন
  • মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তর: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

৫০) ‘বঙ্কল’ শব্দের অর্থ কোনটি?
  • বৃক্ষপত্র
  • শিকর
  • বৃক্ষকান্ড
  • বৃক্ষত্বক
উত্তর: বৃক্ষত্বক

৫১) ৮, ১১, ১৭, ২৯, ৫৩....ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  • ১৫০
  • ১০৫
  • ১০১
  • ৭৫
উত্তর: ১০১

৫২) ‘ম্রিয়মান’ শব্দের অর্থ কোনটি?
  • যা ম্লান হয়েছে
  • যা ম্লান হবে
  • যার মৃত্যু হয়েছে
  • যার মৃত্যু অবস্থা
উত্তর: যার মৃত্যু অবস্থা

৫৩) ‘হাড় হাভাতে’ বাগধারাটির অর্থ কোনটি?
  • হতভাগ্য
  • ক্ষুধার্ত
  • রোগা
  • দরিদ্র
উত্তর: হতভাগ্য

৫৪) Choose the correct spelling.
  • Achievment
  • Acheivement
  • Achevement
  • Achievement
উত্তর: Achievement

৫৫) কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
  • প্লোটোপ্লাজম
  • ক্রোমোজোম
  • মাইটোকন্ড্রিয়া
  • নিউক্লিায়াস
উত্তর: নিউক্লিয়াস

৫৬) ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
উত্তর:৪

৫৭)`Othello' is a Shakespear's play about-
  • A Jew
  • A Roman
  • A Turk
  • A Moor
উত্তর: A Moor

৫৮) There are two brothers, but___of them were honest.
  • both
  • neither
  • either
  • no one
উত্তর: neither

৫৯) একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
  • ১৮০°
  • ৯০°
  • ১২০°
  • ১৯০°
উত্তর: ১৮০°

৬০) মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে?
  • মোহাম্মদ রুহুল আমিন
  • মোহাম্মদ মোস্তফা কামাল
  • মোহাম্মদ হামিদুর রহমান
  • মতিউর রহমান
উত্তর: মোহাম্মদ মোস্তফা কামাল

৬১) ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?
  • ৪৫%
  • ৫০%
  • ৬০%
  • ৭৫%
উত্তর: ৬০%

৬২) একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
  • ১২
উত্তর: ৯

৬৩) ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
  • তত+অধিক
  • তত+ধিক
  • ততঃ+অধিক
  • ততা+অধিক
উত্তর: ততঃ+অধিক

৬৪) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
  • ৭টি
  • ৬টি
  • ৪টি
  • ৫টি
উত্তর: ৫টি

৬৫) একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  • ৩৫√৫
  • ৪০√৫
  • ৪৫√৫
  • ৫০√৫
উত্তর: ৫০√৫

৬৬) বাতাসে কার্বণ ডাই অক্সাইডের পরিমাণ প্রায়-
  • ০.০২৫%
  • ০.০৩%
  • ০.০৩৬%
  • ০.০৪%
উত্তর: ০.০৩%

৬৭) কোনটি শুদ্ধ বানান?
  • ঈন্দ্রীয়
  • ঈন্দ্রিয়
  • ইন্দ্রীয়
  • ইন্দ্রিয়
উত্তর: ইন্দ্রিয়

৬৮) Choose the word which is most nearly opposite to the word ‘OPAQUE’
  • Feverish
  • Monstrous
  • Inclined
  • Transparent
উত্তর: Transparent

৬৯) Do you know the solution___the problem?
  • to
  • into
  • for
  • about
উত্তর: to

৭০) ১÷০=কত?
  • অসীম
  • সসীম
উত্তর: অসীম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner