banner

জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ | নাজির কাম ক্যাশিয়ার/মিউটেশন সহকারী/সার্টিফিকেট পেশকর/সার্টিফিকেট সহকারী প্রশ্ন সমাধান

জেলা প্রশাসকের কার্যালয়, মায়মনসিংহ
পদের নাম : নাজির কাম ক্যাশিয়ার/মিউটেশন সহকারী/সার্টিফিকেট পেশকার/সার্টিফিকেট সহকারী
(পরীক্ষা: ১৭ নভেম্বর ২০২৩)
প্রশ্ন সমাধান

জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ | নাজির কাম ক্যাশিয়ার/মিউটেশন সহকারী/সার্টিফিকেট পেশকর/সার্টিফিকেট সহকারী প্রশ্ন সমাধান

১) সন্ধি বিচ্ছেদ করুন:

ক) সংহার = সম্+হার
খ) দুঃশাসন = দুঃ+শাসন
গ) স্বৈর = স্ব+ঈর
ঘ) পদস্খলন = পদঃ+খলন

২) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) স্বামী-স্ত্রী = স্বামী ও স্ত্রী > দ্বন্দ্ব সমাস
খ) ক্ষুধানল = ক্ষুধা রূপ অনল > রূপক কর্মধারয়
গ) যুবজানি = যুবতী জায়া যার > বহুব্রীহি

৩) অর্থসহ বাগধারা লিখুন:

ক) শাখের করাত = উভয় সংকট
খ) এলেবেলে = নিকৃষ্ট
গ)চোখের বালি = চক্ষুশূল

৪) এককথায় প্রকাশ করুন:

ক) মৃত্তিকা দিয়ে তৈরী = মৃন্ময়
খ) শুভক্ষণে জন্ম যার = ক্ষণজন্মা
গ) নূপুরের ধ্বনি = নিক্বণ

৫) শুদ্ধ বানান লিখুন:

অশুদ্ধ শুদ্ধ
জোৎস্না জ্যোৎস্না
গড্ডালিকা গড্ডলিকা
ঐক্যমত্য ঐকমত্য
সত্বা সত্ত্বা

৬) প্রায় সমোচ্চারিত শব্দগুলোর অর্থ লিখুন:

ক) অংস = কাঁধ, অংশ = ভাগ
খ) বিজন = নির্জন, বীজন = বাতাস দেওয়া

৭) বিপরীতার্থক শব্দ লিখুন:

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
উর্বর উষর
স্থাবর অস্থাবর

৮) ময়মনসিংহ গীতিকা এর শতবর্ষ কোন সালে পালন করা হয়/হবে?

উত্তর:২০২৩ সালে

৯) বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?

উত্তর: ১০টি

১০) পদাশ্রিত নির্দেশক ও উপসর্গের সংজ্ঞা দিন।

পদাশ্রিত নির্দেশক কাকে বলে?

উত্তর: কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে।

উপসর্গ কাকে বলে?

উত্তর: শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে। এগুলোকে বলা হয় উপসর্গ। যেমন: প, পরা, পরি, নির ইত্যাদি।

১১) ‘শেষের কবিতা’ গ্রন্থটি রচয়িতা কে? এটি কোন ধরনের গ্রন্থ?

উত্তর: ‘শেষের কবিতা’ গ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি উপন্যাস।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner