জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
অফিস সহায়ক
২৫/১১/২০২৩
বাংলা
১) সন্ধি বিচ্ছেদ করুন:কশীতার্ত = শীত+ঋত
খসঞ্চয় = সম্+চয়
গপুনরায় = পুনঃ+আয়
২) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
কগোঁফখেজুরে =গোঁফে খেজুর যার : বহুব্রীহি
খচিনিপাতা = চিনি দিয়ে পাতা : তৃতীয়া তৎপুরুষ
গশান্তশিষ্ট = যিনি শান্ত তিনিই শিষ্ট : কর্মধারয়
৩) সংক্ষেপে লিখুন: মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর
বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের মহেশখালীর
মাতারবাড়ি ধলঘাট এলাকায়। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প ২০২০ সালের ১০ মার্চ
একনেক সভায় অনুমোদন দেয়া হয়। প্রকল্পে মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালে জানুয়ারি থেকে
২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এ ছাড়া প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ করছে সড়ক ও
জনপথ অধিদপ্তর (সওজ)। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ১ হাজার ৩১ একর জায়গার নির্মাণ করা
হচ্ছে এই বন্দরটি। মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হলে ৮ হাজার ২০০ টিইইউএস
ক্ষমতাসম্পন্ন কন্টেনার বহনকারী জাহাজ নোঙ্গর করতে পারবে। বর্তমানে বাংলাদেশ থেকে
আমেরিকায় একটি পণ্যের চালান পাঠাতে সময় লাগে ৪৫ দিন। মাতারবাড়ি বন্দর চালু হলে
মাত্র ২৩ দিনেই সরাসরি নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর, ২০২৩ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল
উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইংরেজি
Ans: Sheep
২) What is the verb of 'beautiful'?
Ans: Beautify
৩) What does the word 'spouse' mean?
Ans: husband or wife
৪) I (see) him yesterday in the market (use right form of verb)
Ans: saw
৫) This is.....apple (article)
Ans: an
৬) There is a bridge.....river. (preposition)
Ans: over
৭) Write a synonym of the word 'pleasure'
Ans: happy
৮) Translate the following into English:
কসে গতকাল বিদ্যালয়ে যায়নি।
= He didn't go to school yesterday.
খমানুষ মরণশীল।
= Men is mortal.
গসকলেই মিথ্যাবাদীকে অপছন্দ করে।
= Everybody dislikes a liar.
গণিত
টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যাক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান:১০টি লিচুর ক্রয়মূল্য ১ টাকা
১টি ” ” টাকা
আবার,
১৫টি লিচুর ক্রয়মূল্য ১ টাকা
১টি ” ” টাকা
উভয় প্রকার মিশ্রণে-
২টি লিচুর ক্রয়মূল্য () বা বা বা টাকা
২টি লিচুর ক্রয়মূল্য টাকা
১টি ” ” বা টাকা
আবার,
১২টি লিচুর বিক্রয়মূল্য ১ টকা
১টি ” ” টাকা
এখানে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য উভয়ই সমান।
সুতরাং লাভ বা ক্ষতি কোনটিই হবে না।
ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url