banner

Karmasangsthan Bank Data Entry Operator Question Solution 18 August 2023

 

Data Entry Operator

কর্মসংস্থান ব্যাংক

পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (পরীক্ষা: ১৮ আগস্ট ২০২৩)

প্রশ্ন সমাধান 

১. ‘কবর’ নাটক কে লিখেছেন? উত্তর: ) মুনীর চৌধুরী।

২. ‘মৃত জনে দেহ প্রাণ’ নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর: ) সম্প্রদানে সপ্তমী।

৩. ‘যার কোনো কিছু থেকেই ভয় নেই’ তাকে এক কথায় কি বলে? উত্তর: ক) অকুতোভয়।

৪. কোন বানানটি শুদ্ধ? উত্তর: ক) গীতাঞ্জলি    খ) গীতাঞ্জলী    গ) গিতাঞ্জলি    ঘ) গিতাঞ্জলী 

৫. 'Agronomy' পারিভাষিক শব্দের অর্থ কী? উত্তর: ) কৃষিবিদ্যা।

৬. ‘অপু’ ও ‘দুর্গা’ চরিত্র দুটি কোন ‍উপন্যাসের? উত্তর:)  পথের পাঁচালী।

৭. ‘এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী’ চরণটি কোন কবির? উত্তর: ) কাজী নজরুল ইসলাম।

৮. ‘তিমিরি’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর: ক) সমুদয়।    খ) অপচয়।    গ) অন্ধকার।    ঘ) আলোক।

৯. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন? উত্তর: ক) অহিনকুল।    খ) আদায় কাচকলায়।    গ) তাসর ঘর।    ঘ) সাপে নেউলে। 

১০. ‘ধান ভানতে শিবের গীত’ এ প্রবাদটি দিয়ে কী বুঝায়? উত্তর: খ) প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা।

11. I  hope to meet you__in January. Ans: b) Sometime.

12. Which of the following is incorrect? a) We have not go enough milk     b) I did not study enough hard     c)Is your coffee hot enough     d) She did not have enough interest

13. An adverb does not modify. Ans: d) Nouns.

14. A degree in economics__his door to many jobs. Ans: d) opens.

15. After a long recession the economics situations is looking- d) up.

16. Well done! __the good work. Ans: c) keep up.

17. It was __ expensive than I thought. Ans: b) more.

18. Let us play__chess. Ans: a) not article.

19. This book__to my uncle. Ans: b) belongs. 

20. Acid test means-- c) real test.

২১. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? 

২১. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?



২২. ২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কোয়টি? উত্তর: ) ১১টি।     ) ৯টি।     ) হটি।     ) ১০টি।

২৩. 2x^2+x-15 এর উৎপাদক কোনটি? উত্তর: ) (x+3)(2x-5)

২৪. কতজন ছত্রকে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?  উত্তর: ) ৫জন।

২৫. শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত? উত্তর:) ২৭৩ টাকা।

২৬. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত? উত্তর: ) ১৮ বছর।

২৭. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে? উত্তর: ) ৪ গ্রাম।

২৮. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১ হবে? উত্তর: ) ৩১।

২৯. p+q=5 এবং p-1=3 হলে p^2+q^2 এর মান কত? উত্তর: ) 17

৩০. একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? উত্তর: ) ২০০ টাকা।

৩১. ২৩তম বিশ্বকাপ ফুটবল, ২০২৬ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? উত্তর: ) আমেরিকা।

৩২. জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি? উত্তর: ✔ক) UNEP    খ) UNDP    গ) UNHCR    ঘ) WHO

৩৩. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? উত্তর: ) হাড়িয়াভাঙ্গা।

৩৪. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? উত্তর: ) স্বাধীনতা পদক।

৩৫. বাংলাদেশে বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর? উত্তর: ক) ৭২.৩ বছর    খ) ৭৩.৩ বছর    গ) ৭৪.২ বছর    ঘ) ৭৪.৭ বছর [Note: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে ৭২.৪ বছর।]
৩৬. গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর: ) রাশিয়া।
৩৭. জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা? উত্তর: ) BBS।
৩৮. Pandemic অর্থ কি? উত্তর: )  অতিমারি।
৩৯. রিখটার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়? উত্তর: ) ভূ-কম্পন শক্তি।
৪০. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? উত্তর: খ) কামরুল হাসান।
৪১. Bluetooth কিসের উদাহরণ? উত্তর: ) Personal Area Network.
৪২. The process of copying files to a CD-ROM is known as--- উত্তর: ) Burning.
৪৩. এক  গিগাবাইট সমান--- উত্তর: ) ১০২৪ মেগাবাইট।
৪৪. CD, DVD বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়? উত্তর: ) Auto run.
৪৫. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? উত্তর: ) Microsoft Power Point.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner