banner

Bangladesh Public Service Commission ‍Senior Staff Nurse Question Solution

Bangladesh Public Service Commission ‍Senior Staff Nurse Question Solution


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

পদের নাম : সিনিয়র স্টাফ নার্স (পরীক্ষা: ২ সেপ্টেম্বর ২০২৩)

প্রশ্ন সমাধান 

১. বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী? উত্তর: ক) চর্যাপদ।

২. ‘ইউসুফ জোলেখা’ গ্রন্থটি অনুবাদ করেছেন—

  • ক) দৌলত উজির বাহরাম খান।
  • খ) সৈয়দ সুলতান।
  • গ) আলাওল।
  • ঘ) আব্দুল করিম সাহিত্য বিশারদ।

 [পারস্যের কবি আব্দুর রহমান জামি রচিত ‘ইউসুফ জোলেখা’ গ্রন্থটি অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর।]

৩. ‘আঠারো বছর বয়স’ কবিতার রচয়িতা কে? উত্তর: ক) সুকান্ত ভট্টাচার্য।

৪. সাধু রীতিতে কোন পদটির দীর্ঘ রূপ হয় না? উত্তর: ঘ) অব্যয়।

৫. যে সব নিয়মে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে- উত্তর: গ) নিপাতনে সিদ্ধ সন্ধি।

[বিঃদ্রঃ: প্রশ্নে উল্লেখিত ‘নিয়মানুসারে হয়’ এর পরিবর্তে  ‘নিয়মানুসারে হয় না’ থাকলে উত্তর হবে গ) নিপাতনে সিদ্ধ  সন্ধি]

৬. ‘মুখতোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী? উত্তর: ঘ) প্রসন্ন হওয়া।

৭. ‘আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর: ক) বিসর্জন।

৮. ‘পঞ্চপদ’ কোন সমাসের উদাহরণ? উত্তর: গ) দ্বিগু।

৯. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে? উত্তর: গ) প্রপথ চৌধুরী।

১০. ‘ধন ধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’- সংগীতটির রচয়িতা কে? উত্তর: ঘ) দ্বিজেন্দ্রলাল রায়।

১১. বিদ্যাসাগরের প্রকৃত নাম- গ) ঈশ্বরচন্দ্রবিন্দ্যোপাধ্যায়।

১২. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? উত্তর: ক) কাঁদো নদী কাঁদো।

১৩. ‘দীর্ঘ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর: ঘ) হ্রস্ব।

১৪. ‘বিশেষ্য + ক্রিয়া’ দ্বারা কোন সমাসকে বোঝয়? উত্তর: ঘ) উপপদ তৎপুরুষ সমাস।

১৫. বাংলা ভাষার আদি উৎস কী? ঘ) ইন্দ্রো-ইউরোপীয় ভাষা।

১৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কার? উত্তর: ঘ) মাহবুব-উল-আলম চেীধুরীর।

১৭. কোনটি আঞ্চলিক উপন্যাস? উত্তর: গ) পদ্মানদীর মাঝি।

১৮. ‘পয়মন্তি’ এলো। এখানে ‘পয়মন্তি’ কোন কারক? উত্তর: ঘ) কর্তৃ কারক। 

১৯. নিচের কোন গ্রন্থটি উপন্যাস? উত্তর: ঘ) চিলে কোঠার সিপাই।

২০. ‘সস্তার তিন অবস্থা’-র অর্থ কী? উত্তর: ঘ) সুলভ জিনিসের নানা দোষ।

21. What kind of noun is class? Ans: d) Collective.

22. Which word can be used both as a verb and a noun?

  • a) Rather.
  • b) Carry.
  • c) Better.
  • d) Lecture.

Ans: [Note: c) Better. and d) Lecture. both are correct.

 23. Let us discuss the problem __ telephone. Ans: a) by.

24. Identify the masculine gender. Ans: b) drone.

25. The opposite word of `friendliness' is--- Ans: a) enmity.

26. The synonym for patient' is-- a) calm.

27. Fill in the gap: She goes to __ university every day. Ans: d) No Article.

28. `Do call a taxi.' What kind of sentence is this? Ans: a) Imperative.

29. We can join two sentences by-- Ans: b) comma.

30. The correct passive of `Smoke filled the room' is-- Ans: b) The room was filled with smoke.

Tags: বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী? চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান Job Solution‘আঠারো বছর বয়স’ কবিতার রচয়িতা কে?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner