Bangladesh Public Service Commission Senior Staff Nurse Question Solution
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
পদের নাম : সিনিয়র স্টাফ নার্স (পরীক্ষা: ২ সেপ্টেম্বর ২০২৩)
প্রশ্ন সমাধান
১. বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী? উত্তর: ক) চর্যাপদ।
২. ‘ইউসুফ জোলেখা’ গ্রন্থটি অনুবাদ করেছেন—
- ক) দৌলত উজির বাহরাম খান।
- খ) সৈয়দ সুলতান।
- গ) আলাওল।
- ঘ) আব্দুল করিম সাহিত্য বিশারদ।
[পারস্যের কবি আব্দুর রহমান জামি রচিত ‘ইউসুফ জোলেখা’ গ্রন্থটি অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর।]
৩. ‘আঠারো বছর বয়স’ কবিতার রচয়িতা কে? উত্তর: ক) সুকান্ত ভট্টাচার্য।
৪. সাধু রীতিতে কোন পদটির দীর্ঘ রূপ হয় না? উত্তর: ঘ) অব্যয়।
৫. যে সব নিয়মে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে- উত্তর: গ) নিপাতনে সিদ্ধ সন্ধি।
[বিঃদ্রঃ: প্রশ্নে উল্লেখিত ‘নিয়মানুসারে হয়’ এর পরিবর্তে ‘নিয়মানুসারে হয় না’ থাকলে উত্তর হবে গ) নিপাতনে সিদ্ধ সন্ধি]
৬. ‘মুখতোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী? উত্তর: ঘ) প্রসন্ন হওয়া।
৭. ‘আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর: ক) বিসর্জন।
৮. ‘পঞ্চপদ’ কোন সমাসের উদাহরণ? উত্তর: গ) দ্বিগু।
৯. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে? উত্তর: গ) প্রপথ চৌধুরী।
১০. ‘ধন ধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’- সংগীতটির রচয়িতা কে? উত্তর: ঘ) দ্বিজেন্দ্রলাল রায়।
১১. বিদ্যাসাগরের প্রকৃত নাম- গ) ঈশ্বরচন্দ্রবিন্দ্যোপাধ্যায়।
১২. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? উত্তর: ক) কাঁদো নদী কাঁদো।
১৩. ‘দীর্ঘ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর: ঘ) হ্রস্ব।
১৪. ‘বিশেষ্য + ক্রিয়া’ দ্বারা কোন সমাসকে বোঝয়? উত্তর: ঘ) উপপদ তৎপুরুষ সমাস।
১৫. বাংলা ভাষার আদি উৎস কী? ঘ) ইন্দ্রো-ইউরোপীয় ভাষা।
১৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কার? উত্তর: ঘ) মাহবুব-উল-আলম চেীধুরীর।
১৭. কোনটি আঞ্চলিক উপন্যাস? উত্তর: গ) পদ্মানদীর মাঝি।
১৮. ‘পয়মন্তি’ এলো। এখানে ‘পয়মন্তি’ কোন কারক? উত্তর: ঘ) কর্তৃ কারক।
১৯. নিচের কোন গ্রন্থটি উপন্যাস? উত্তর: ঘ) চিলে কোঠার সিপাই।
২০. ‘সস্তার তিন অবস্থা’-র অর্থ কী? উত্তর: ঘ) সুলভ জিনিসের নানা দোষ।
21. What kind of noun is class? Ans: d) Collective.
22. Which word can be used both as a verb and a noun?
- a) Rather.
- b) Carry.
- c) Better.
- d) Lecture.
Ans: [Note: c) Better. and d) Lecture. both are correct.
23. Let us discuss the problem __ telephone. Ans: a) by.
24. Identify the masculine gender. Ans: b) drone.
25. The opposite word of `friendliness' is--- Ans: a) enmity.
26. The synonym for patient' is-- a) calm.
27. Fill in the gap: She goes to __ university every day. Ans: d) No Article.
28. `Do call a taxi.' What kind of sentence is this? Ans: a) Imperative.
29. We can join two sentences by-- Ans: b) comma.
30. The correct passive of `Smoke filled the room' is-- Ans: b) The room was filled with smoke.
ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url