গণিত সমাধান ০১
এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?
Stay updated with the latest news! Follow us on Google News.
মনে করি,
দ্রবটির ক্রয়মূল্য ১০০ টাকা।
ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে ।
সুতরাং, নির্ধারিত বিক্রয়মূল্য = ১৫০ টাকা।
আবার, সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে।
সুতরাং, ১৫০ এর ১০% = ১৫ টাকা
সুতরাং, সে দ্রব্যটি বিক্রয় করে = ১৫০ - ১৫ বা ১৩৫ টাকায়।
মোটের উপর শতকরা লাভ হয় = (১৩৫ - ১০০) বা ৩৫%
ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url