Job Solutions No: 03
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, বিদ্যুৎ বিভাগ, "বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ
সম্পদ মন্ত্রণালয়"
নিয়োগ পরীক্ষা-২০২৩ উত্তর
পদের নাম: অফিস সহায়ক [বাংলা অংশ]
(ক) "কিশোর কবি" কাকে বলা হয়?
উত্তর: সুকান্ত ভট্টাচার্যকে।
(খ) বিদ্রোহী কবি কাজী নজরুল
ইসলামের সমাধি কোথায়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মসজিদের পাশে।
(গ) "বিলাসী" এর রচয়িতা কে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
(ঘ)বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোন
সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।
(ঙ) "আমি বিজয় দেখেছি" এর রচয়িতা কে?
উত্তর: এম.আর. আখতার মুকুল।
Stay updated with the latest news! Follow us on Google News.
২| গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কত প্রকার ও কি কি?
উত্তর: গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে দুই ভাগে বিভক্ত করা যায়। যেমন:
(ক) মৌলিক শব্দ।
(খ) সাধিত শব্দ।
(ক) মৌলিক শব্দ: যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে
কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তাদের মৌলিক শব্দ বলে। উদাহরণ:
মা, বাবা, গোলাপ, বই, হাত, আকাশ ইত্যাদি।
(খ) সাধিত শব্দ: মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয়যোগে বা সমাসের
সাহায্যে যে শব্দ গঠিত হয়, সেগুলোকে সাধিত শব্দ বলে। উদাহরণ:
প্রত্যয়যোগে—মোগল+আই-মোগলাই। উপসর্গযোগে—সু+নাম = সুনাম। সমাসনিষ্পন্ন—তিন ভুবনের
সমাহার = ত্রিভুবন ইত্যাদি।
৩| অর্থ লিখুন:
প্রদত্ত শব্দ | অর্থ |
---|---|
(ক) নয় ছয় | অপচয়। |
(খ) শাপে বর | অকল্যাণ হতে কল্যাণ। |
(গ) টইটুম্বুর | কানায় কানায় পূর্ণ। |
৪| শুদ্ধ বানান লিখুন:
অশুদ্ধ | শুদ্ধ |
---|---|
(ক) মুহর্মুহূ | মুহুর্মুহু |
(খ) সমিচিন | সমীচীন |
(গ) প্রতিদ্বন্দ্বিতা | প্রতিদ্বন্দ্বী |
৫| সন্ধি বিচ্ছেদ করুন:
প্রদত্ত শব্দ | সন্ধি বিচ্ছেদ |
---|---|
(ক) সঞ্চয় | সম্ + চয় |
(খ) উদ্যোগ | উৎ + যোগ |
(গ) বনস্পতি | বন্+পতি |
৬| বিপরীত শব্দ লিখুন:
প্রদত্ত শব্দ | বিপরীত শব্দ |
---|---|
(ক) অধমর্ণ | উত্তমর্ণ |
(খ) অস্তগামী | উদীয়মান |
(গ) অন্বয়ী | অনন্বয়ী |
ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url