banner

Job Solutions No: 03

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, বিদ্যুৎ বিভাগ, "বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়"
নিয়োগ পরীক্ষা-২০২৩ উত্তর

Job solution


পদের নাম: অফিস সহায়ক [বাংলা অংশ]


১| নীচের প্রশ্ন গুলোর উত্তর লিখুন:
(ক) "কিশোর কবি" কাকে বলা হয়?
  উত্তর: সুকান্ত ভট্টাচার্যকে।
 (খ) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি কোথায়?
  উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।
  (গ) "বিলাসী" এর রচয়িতা কে?
  উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
(ঘ)বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
  উত্তর: ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।
(ঙ) "আমি বিজয় দেখেছি" এর রচয়িতা কে?
  উত্তর: এম.আর. আখতার মুকুল।
  
২| গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কত প্রকার ও কি কি?

 উত্তর: গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে দুই ভাগে বিভক্ত করা যায়। যেমন:

 (ক) মৌলিক শব্দ।
 (খ) সাধিত শব্দ।

 (ক) মৌলিক শব্দ: যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তাদের মৌলিক শব্দ বলে। উদাহরণ: মা, বাবা, গোলাপ, বই, হাত, আকাশ ইত্যাদি।

(খ) সাধিত শব্দ: মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয়যোগে বা সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয়, সেগুলোকে সাধিত শব্দ বলে। উদাহরণ: প্রত্যয়যোগে—মোগল+আই-মোগলাই। উপসর্গযোগে—সু+নাম = সুনাম। সমাসনিষ্পন্ন—তিন ভুবনের সমাহার = ত্রিভুবন ইত্যাদি।

৩| অর্থ লিখুন:
প্রদত্ত শব্দ অর্থ
(ক) নয় ছয় অপচয়।
(খ) শাপে বর অকল্যাণ হতে কল্যাণ।
(গ) টইটুম্বুর কানায় কানায় পূর্ণ।


৪| শুদ্ধ বানান লিখুন:
অশুদ্ধ শুদ্ধ
(ক) মুহর্মুহূ মুহুর্মুহু
(খ) সমিচিন সমীচীন
(গ) প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী


৫| সন্ধি বিচ্ছেদ করুন:
প্রদত্ত শব্দ সন্ধি বিচ্ছেদ
(ক) সঞ্চয় সম্ + চয়
(খ) উদ্যোগ উৎ + যোগ
(গ) বনস্পতি বন্+পতি


৬| বিপরীত শব্দ লিখুন:
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
(ক) অধমর্ণ উত্তমর্ণ
(খ) অস্তগামী উদীয়মান
(গ) অন্বয়ী অনন্বয়ী

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner