অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, রংপুর; প্রশ্ন সমাধান
বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
অশুদ্ধ
|
শুদ্ধ
|
---|---|
সমীচীন
|
সমীচীন |
মুমুর্সু |
মুমূর্ষু |
ভিসিকা |
বিভীষিকা |
প্রত্যুপন্যমতি |
প্রত্যুৎপন্নমতি |
শান্তনা |
সান্ত্বনা |
ক) কান্নায় শোখ মন্দ্রীভূত হয়। - অধিকরণে ৭মী
খ) কালির দাগ সহজে মুছে না। - কারণে ৬ষষ্ঠী
গ) ভাইয়ে ভাইয়ে বেশ মিল। - কর্তৃকারকে ৭মী
ঘ) অন্ধজনে দেহ আলো। - সম্প্রদানে ৭মী
ঙ) তিলে তৈল হয়। - অপাদানে ৭মী
৩। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন:
ক) বৈজ্ঞানিক = বিজ্ঞান + ষ্ণিক
খ) সাপুড়ে = সাপ + উড়িয়া
গ) পাঠক = √পঠ্ + অক
ঘ) শোক = শুচ্ + ঘঞ
ঙ) কারক = কৃ + ণক
৪। বিপরীত শব্দ লিখুন:
মূল শব্দ
|
বিপরীত শব্দ
|
---|---|
পারত্রিক
|
ঐহিক |
আবাহন |
বিসর্জন |
নিরাকার |
সাকার |
প্রতীচী |
প্রাচী |
জ্ঞেয় |
অজ্ঞেয় |
Stay updated with the latest news! Follow us on Google News.
ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url