banner

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, রংপুর; প্রশ্ন সমাধান

বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

Job Solutions Commissioner's Office Rangpur Bangla Part


বাংলা পার্ট :

১। নিচের শব্দগুলো শুদ্ধ করে লিখুন:

অশুদ্ধ
শুদ্ধ
সমীচীন

সমীচীন

মুমুর্সু

মুমূর্ষু

ভিসিকা

বিভীষিকা

প্রত্যুপন্যমতি

প্রত্যুৎপন্নমতি

শান্তনা

সান্ত্বনা

২। কারক ও ভিবক্তি নির্ণয় করুন:
ক) কান্নায় শোখ মন্দ্রীভূত হয়।               - অধিকরণে ৭মী

খ) কালির দাগ সহজে মুছে না।              - কারণে ৬ষষ্ঠী

গ) ভাইয়ে ভাইয়ে বেশ মিল।                 - কর্তৃকারকে ৭মী

ঘ) অন্ধজনে দেহ আলো।                      - সম্প্রদানে ৭মী

ঙ) তিলে তৈল হয়।                               - অপাদানে ৭মী

 

 ৩। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন:

    ক) বৈজ্ঞানিক                = বিজ্ঞান + ষ্ণিক

    খ) সাপুড়ে                    = সাপ + উড়িয়া

    গ) পাঠক                      = √পঠ্ + অক

    ঘ) শোক                      = শুচ্ + ঘঞ

    ঙ) কারক                     = কৃ + ণক


৪। বিপরীত শব্দ লিখুন:

মূল শব্দ
বিপরীত শব্দ
পারত্রিক

ঐহিক

আবাহন

বিসর্জন

নিরাকার

সাকার

প্রতীচী

প্রাচী

জ্ঞেয়

অজ্ঞেয়


৫। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
    ক) পলান্ন                = পল মিশ্রিত অন্ন             - মধ্যপদলোপী কর্মধারয় সসাস।
    খ) দোলনচাপা         = দোলনার জন্য চাপা        - চতুর্থী তৎপুরুষ।
    গ) শশব্যস্ত              = শশকের মত ব্যস্ত           - উপমান কর্মধারয় সমাস।
    ঘ) শান্তশিষ্ট             = শান্ত অথচ শিষ্ট               - কর্মধারয় সমাস।
    ঙ) গরুরগাড়ী          = গরুর গাড়ী                     - অলুক তৎপুরুষ সমাস


ইংরেজি পার্টের জন্য নিচের দেওয়া বাটনে ক্লিক করুন
Button for next page

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনসাইট অ্যান্ড ওন্দার্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner